সারাদেশ

সুন্দরবনে পর্যটকের কাছ থেকে ড্রোন জব্দ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে এক পর্যটকের কাছ থেকে একটি ড্রোন জব্দ করা হয়েছে শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় অবস্থান করা একটি লঞ্চ থেকে এটি জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, দুদিনের অনুমতি নিয়ে শনিবার সকালে শরণখোলা দিয়ে পর্যটকবাহী ‘এমভি টাঙ্গুয়ার হাওড়’ লঞ্চটি সুন্দরবনে প্রবেশ করে। কিছুদূর যাওয়ার পর লঞ্চে থাকা এক পর্যটক বনের সুপতি এলাকায় ড্রোনটি ওড়ান। এর পরপরই লঞ্চে থাকা বন বিভাগের নিরাপত্তাকর্মী ড্রোনটি নামিয়ে নিজের জিম্মায় নেন।

লঞ্চটিতে ৩৫ জন বাংলাদেশি পর্যটক ছিলেন। তারা টাইগার ট্যুরস লিমিটেড নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে আসে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, আমরা খবর পেয়ে কটকা এলাকায় ওই লঞ্চটি থেকে ড্রোনটি জব্দ করেছি। এটি বর্তমানে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আবুল কালামের কাছে রয়েছে। এ বিষয়ে ট্যুর অপারেটর ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যে ব্যক্তির কাছ থেকে ড্রোনটি জব্দ করা হয়েছে, তিনি পরিবার নিয়ে সুন্দরবন এসেছিলেন। তার দাবি, না জেনেই তিনি এটি উড়িয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ। কেউ ভিডিও ধারণ বা কোনো প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চাইলে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। এই পর্যটকেরা অনুমতি না নিয়ে ড্রোন ওড়ানোয় বন বিভাগ তা জব্দ করেছে। যে ব্যক্তি ড্রোনটি নিয়ে আসেন, তিনি ব্যাংকে চাকরি করেন। তিনি দাবি করেছেন, শখের বশে তিনি এটি নিয়ে এসেছেন।

এর আগে বন বিভাগ ২০১৬ সালের জানুয়ারি এবং ২০১৭ সালের ডিসেম্বরে সুন্দরবনের পূর্ব বন বিভাগ এলাকা থেকে দুটি ড্রোন জব্দ করেছিল। ওই দুবারই উদ্ধার হওয়া ড্রোন দুটি ছিল বিদেশি নাগরিকদের। তবে এবার উদ্ধার হওয়া ড্রোনটি এক বাংলাদেশি পর্যটকের।

সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবন একটি সংবেদনশীল জায়গা। এ ধরনের নিয়মবহির্ভূত ঘটনা যাতে না ঘটে, তার দায়িত্বও কিন্তু ট্যুর অপারেটরদের। পর্যটক হিসেবে এখন আমাদের কোথায় কী ব্যবহার হওয়া উচিত, করা যাবে, যাবে না সে সম্পর্কে অধিকাংশের ধারণ কম। সে ক্ষেত্রে ট্যুর অপরাটেরদের দায়িত্ব হলো তাকে সবকিছু জানানো এবং নিশ্চিত করা। তা করা হচ্ছে না বলেই এমন ঘটনা বারবার ঘটছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা