স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দ্বিতীয় ধাপ ভোটের অধিকার নিশ্চিত করা। অথচ ভোটের অধিকার যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে।
সোমবার ১১ আগস্ট নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে। তাদের বলতে চাই বিএনপি আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।
বিএনপি নেতা-কর্মীদের জনগণের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ গঠনে বিএনপির পরিকল্পনা এবং ভোটের অধিকার যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে। এমন সময় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দীর্ঘসময় নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের সাবধান থাকতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে, আশপাশে অনেক ঘু ঘু ঘুরঘুর করছে নিজের স্বার্থ হাসিলের জন্য। পরে দলের দুঃসময়ে তারা চলে যাবে। এই ঘু ঘুদের দূরে রাখতে হবে।