পটুয়াখালী প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ দেশব্যাপী নৌযান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে পটুয়াখালীতে আসায় বিলাসবহুল সুন্দরবন ১৪ লঞ্চকে ১৪ দিনের কোয়ারেন্টিনের আদেশ দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
২৬ মার্চ বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের পূর্ব প্রান্তে মাঝ নদীতে নোঙ্গররত অবস্থায় লঞ্চটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পটুয়াখালী নৌ বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানের সহযোগিতায় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় কল্লোলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
এসময় লঞ্চটিতে কোনো যাত্রী পাওয়া যায়নি, তাই লঞ্চটিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে মাঝ নদীতে ভাসমান অবস্থায় রাখার আদেশ দেয় আদালত।
সান নিউজ/সালি