সারাদেশ

ভোলায় জয়িতা সম্মাননা পেলেন ১০ সংগ্রামী নারী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সমাজে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভোলায় ১০ সংগ্রামী নারীকে জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় পুরস্কারপ্রাপ্তদের সবার হাতে সম্মাননার ক্রেস্ট, সনদপত্রসহ পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য সবিতা রানী দাশ ও নার্গিস হাসান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য ফারজানা তাসনিম, রেহানা আক্তার, সফল জননী তাহমিনা বেগম, জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য নাহিদ নুসরাত তিশা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের লায়লা আরজুমান ভানু।

এছাড়া এসময় একই কর্মসূচির আওতায় সদর উপজেলার আরও ৩ নারীকে জয়িতা সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে ‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবে পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।
বক্তারা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, তালহা তালুকদার বাধঁন। এ সময় সম্মাননা পাওয়া জয়িতারা তাদের বর্তমান জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা