ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনের প্রার্থী হিসেবে অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিনের নাম চূড়ান্ত ভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পাবনা দারুল আমান ট্রাস্টের আলহাজ আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে প্রার্থী ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিন। তিনি বর্তমানে সুজানগর উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। এরপর দলটির স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল গাফফার খানসহ জেলা ও সুজানগর উপজেলার তৃণমূল পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।
সাননিউজ/আরপি