বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শেরপুর উপজেলার মোবারক হোসেন নামের এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেনের স্ত্রী আখি খাতুন (২৬) আত্মহত্যা করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে এবং পুলিশি উপস্থিতিতে আপোষ নিষ্পত্তি হয়। কিন্তু ঘটনার প্রায় ১০ মাস পর শেরপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম তার ভাগ্নেকে একাধিকবার ফোন করে অভিভাবকসহ থানায় দেখা করতে বলেন। পরে মামা হিসেবে দেখা করতে গেলে তিনি তার কাছ থেকে ঘুষ দাবি করেন।

মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর প্রথমে দুই লক্ষ, পরে এক লক্ষ টাকা দিলে বিষয়টি ‘ম্যানেজ’ করে দেওয়ার আশ্বাস দেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ এপ্রিল তারিখে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা দায়ের করেন এবং তাতে পাঁচজন নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, ১৬ এপ্রিল আমার স্ত্রী মাতৃত্বকালীন অবস্থায় গর্ভপাত করেন এবং জমজ সন্তান মারা যায়। এমন দুঃখজনক সময়ে থানায় গেলে আমাকে আটক করা হয়। পরে পরিস্থিতির কথা জানালে ৫০ হাজার টাকা দাবি করা হয়। শেষে ২০ হাজার টাকা ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়।”

মোবারক হোসেন দাবি করেন, তার কাছে ২৫ মিনিটের একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ দাবি ও ভয়ভীতির প্রমাণ রয়েছে। তিনি সেই রেকর্ড সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান।

এ বিষয়ে এসআই মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও কোনো উত্তর দেননি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন বলেন, “বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বিলম্বিত করতেই আন্দোলন চলছে

নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন ব...

পাকিস্তান সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। শনিব...

দগ্ধ স্বপ্ন: আশুলিয়ায় পুড়ে গেল ১৭ দোকান

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭ দোক...

প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান মাদ্রাসা শিক্ষা বোর্ডের

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শি...

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষু...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশা হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা