বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শেরপুর উপজেলার মোবারক হোসেন নামের এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেনের স্ত্রী আখি খাতুন (২৬) আত্মহত্যা করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে এবং পুলিশি উপস্থিতিতে আপোষ নিষ্পত্তি হয়। কিন্তু ঘটনার প্রায় ১০ মাস পর শেরপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম তার ভাগ্নেকে একাধিকবার ফোন করে অভিভাবকসহ থানায় দেখা করতে বলেন। পরে মামা হিসেবে দেখা করতে গেলে তিনি তার কাছ থেকে ঘুষ দাবি করেন।

মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর প্রথমে দুই লক্ষ, পরে এক লক্ষ টাকা দিলে বিষয়টি ‘ম্যানেজ’ করে দেওয়ার আশ্বাস দেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ এপ্রিল তারিখে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা দায়ের করেন এবং তাতে পাঁচজন নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, ১৬ এপ্রিল আমার স্ত্রী মাতৃত্বকালীন অবস্থায় গর্ভপাত করেন এবং জমজ সন্তান মারা যায়। এমন দুঃখজনক সময়ে থানায় গেলে আমাকে আটক করা হয়। পরে পরিস্থিতির কথা জানালে ৫০ হাজার টাকা দাবি করা হয়। শেষে ২০ হাজার টাকা ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়।”

মোবারক হোসেন দাবি করেন, তার কাছে ২৫ মিনিটের একটি অডিও রেকর্ড রয়েছে, যেখানে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ দাবি ও ভয়ভীতির প্রমাণ রয়েছে। তিনি সেই রেকর্ড সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান।

এ বিষয়ে এসআই মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও কোনো উত্তর দেননি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন বলেন, “বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের...

আগামীকাল দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

তীব্র শীতে বিপর্যস্ত ইবি: চলছে শীতকালীন ছুটি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও এর আশপাশের এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশ...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে...

ঝালকাঠিতে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনের লক্ষ্যে অটো রিকশা বিতরণ

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ঝালকাঠিতে...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা