শিল্প ও সাহিত্য

মেলায় বইকেনার ব্যস্ততা 

হাসনাত শাহীন: সরকারি ছুটিতে মঙ্গলবার (৩০ মার্চ) বন্ধ ছিল অফিস-আদালত। যার কারণে ফাঁকা ছিল রাস্তাঘাটও। রাজপথে ছিল না অন্যদিনের মতো ব্যস্ততা ও মানুষের জটলা। তবে সোহরাওয়ার্দী উদ্যানের ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রান্তরে ছিল বইপ্রেমীদের উচ্ছাস।

সরকারি ছুটির দিন থাকাতে এদিনের মেলায় ভিড় থাকাটাই স্বাভাবিক ছিল। প্রকাশকরাও দু’দিন আগেই বলেছিলেন সোমবার শবে-বরাতের পর মঙ্গলবার অমর একুশে বইমেলার ১৩তম দিনে বইপ্রেমীদের উপস্থিতি বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (৩০ মার্চ) বইমেলার ১৩তম দিনে প্রকাশকদের সেই ধারণা সত্যি হয়েছে। এদিন মেলার প্রতিটি স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে বইপ্রেমীরা বই কিনেছেন। বয়স, শ্রেণী ও রুচিভেদে গল্প, উপন্যাস, সায়েন্সফিকশন, গোয়েন্দাকাহিনীর বই এদিন বেশি বিক্রি হয়েছে বলে জানান বেশ কয়েকটি প্রকাশনা সংস্থায় কর্মরতরা। এ অবস্থা চলতে থাকলে এবারের বইমেলাও বিগত কয়েক বছরের সফলতার ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন বিভিন্ন প্রকাশনা সংস্থার সাথে সংশ্লিষ্টরা। এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে সোমবার থেকে মেলার সময়সীমা এক ঘন্টা কমানো হয়েছে। অর্থাৎ রাত নয়টার পরিবর্তে মেলার প্রবেশদ্বার বন্ধ হচ্ছে রাত ৮টায়।

বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় রাজধানীর রামপুরা থেকে মেলায় আগত নাসরিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, প্রাণের টানেই বইমেলায় আসি। প্রতিবারই আসি। করোনার আতংকে এবারের মেলায় আসবো কি আসবো না এ নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলাম। অবশেষে না এসে থাকতে পারলাম না। হুমায়ূন আহমেদের পুরনো বইগুলোই কিনবো। এছাড়া আর কারো বই কিনবোনা।

এদিকে পারিজাত প্রকাশনীর শওকত হোসেন লিটু বলেন, মানুষ প্রাণের টানেই বইমেলায় আসছে। আর বইও কিনছে। এবারের মেলা নিয়ে যে শংকা ছিল সেই শংকা গত কয়েকদিনে কেটে গেছে। প্রথম সপ্তাহে শুধু দর্শনার্থীরা মেলায় আসলেও এখন প্রকৃত বইপ্রেমীরা আসছেন, আর প্রত্যেকেই বই কিনছেন। আমি ব্যক্তিগতভাবে এবারের মেলা নিয়ে ভীষণ আশাবাদি।

হারুন-অর-রশিদের ‘৭ই মার্চ থেকে স্বাধীনতা’

‘অমর একুশে বইমেলা ২০২১’ প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হলো গবেষক হারুন-অর-রশিদ রচিত বই ইতিহাসভিত্তিক বই ‘৭ই মার্চ থেকে স্বাধীনতা’। বইটিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ থেকে স্বাধীনতার সময়কালের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে। এই বইটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বইটির প্রকাশক মাজহারুল ইসলাম। বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান। ১৩৬ পৃষ্ঠার এই বইটির দাম- ৪০০ টাকা।

গোলাম মুরশিদের ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি’

এবারের মেলায় অবসর প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে ইতিহাসবিদ গোলাম মুরশিদের ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে শিল্প-সংস্কৃতির নানা বিষয় বইটিতে গুরুত্বের সাথে স্থান পেয়েছে। বইটি পাঠকদের দ্বারা সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ১৪০ পৃষ্ঠার এই বইটির দাম ২৭৫ টাকা।

মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’

মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অবসর। বইটির পাঠের মাধ্যমে সংস্কৃতির বিবর্তন ও এর নানা ইতিহাসের বিষয়ে পাঠকরা অবগত হতে পারবে বলে জানান এই প্রকাশনা সংস্থার সাথে সংশ্লিষ্টরা। ধ্রুব এষের প্রচ্ছদে ৩৫৬ পৃষ্ঠার এই বইটির দাম ৩৫০ টাকা।

‘প্রাচীন বাংলার ঐতিহাসিক ভূগোল গ্রন্থ প্রকাশ’

মুক্তিযোদ্ধা আব্দুল গণী রচিত ভূগোল বিষয়ক বই ‘প্রচীন বাংলার ঐতিহাসিক ভূগোল’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

প্রাচীন বাংলার, বিশেষত সমাজ-সভ্যতা, ধর্ম-দর্শন, ভাষা-সংস্কৃতি ইত্যাদি ইতিহাসের আলোকিত অনেক গৌরবময় চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। সুপ্রাচীন কালের জনপদ অঙ্গ, বঙ্গ, সূক্ষ্ম-রাঢ় অঞ্চল ও রাজধানী নগর প্রভৃতির সঠিক অবস্থান তথ্য-উপকরণ এসবও স্থান পেয়েছে এই বইটিতে। রাজা, শশাঙ্ক, খড়গ, দেব, চন্দ্র, পাল, রর্মা, সেন প্রমুখ রাজার রাজ্য ও রাজধানী নগরের অবস্থান এতে চিত্রিত হয়েছে।
২২৪ পৃষ্ঠার এই বইটির দাম ৫০০ টাকা।

নতুন বই

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, মঙ্গলবার মেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১১২টি। এর মধ্যে রয়েছে গল্পের বই রয়েছে ৮টি, উপন্যাস ১২, প্রবন্ধ ৮, কবিতা ৫০, গবেষণা ২, ছড়া ১, শিশুসাহিত্য ১, জীবনী ২, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ৪, ভ্রমণ ২, ইতিহাস ১, রাজনীতি ১, বঙ্গবন্ধু বিষয়ক ৪, ধর্মীয় ১, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ১২টি বই।

সাননিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

চাঁদাবাজি সংক্রান্ত ঘটনায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটন...

চশমার গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়লেন মজিবর

চোখের চশমার গ্লাসকাটা ও ফিনিশিং মেশিন তৈরি করে অনন্য নজির গড়েছেন পাবনা জেলার...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।...

যারা ভোট কেন্দ্রে যাবেন মরার প্রস্তুতি নিয়ে যাবেন: জাহাঙ্গীর আলম

যারা ভয় পান তারা আগেই জানিয়ে দেবেন, তাদের বাঁচার একটা ব্যবস্থা আমি করব। আর যা...

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্লাস টেস্টের নামে অর্থ বাণিজ্য!

মুন্সীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা