১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার,কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার,কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমিক হৃদয় প্রেম খুঁজে ফিরবে। কিন্তু পৃথিবী বড় নিষ্ঠুর। সত্যিকারের প্রেম এখানে দুর্লভ। আপনার মধ্যকার লুকায়িত শৈল্পিক স্বত্বাকে জাগ্রত করতে চেষ্টা করুন। বিকালে মন খুব খারাপ থাকবে। পরিকল্পনা মতো কাজ না হওয়াতে নিজের উপর প্রচণ্ড ক্ষোভ দেখা দেবে।

বৃষ রাশি(২১ এপ্রিল-২০ মে): আজ আপনার পরিকল্পনাগুলোকে কাজে লাগিয়ে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন। পরিবারের সদস্যদের মাঝে নিজের পরিকল্পনা ভাগাভাগি করে নিন। প্রত্যাশিত কোনো কাজে অগ্রগতি হবে। বিকেলে প্রেমের আহ্বানে সাড়া দিতে চেষ্টা করুন। নিজের শিশুসুলভ আচরণ আপনাকে আনন্দ দেবে।

মিথুন রাশি(২১ মে-২০ জুন): মিডিয়াতে কাজ করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ আসবে। সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ার সুযোগকে কাজে লাগাতে পারেন। প্রাপ্ত তথ্যর সদ্ব্যবহার করতে পারলে সফলতা নিশ্চিত। বিকেলে পরিবার পরিজনকে সময় দিতে হবে। কোনো আত্মীয়র সাহায্য পাওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই): আর্থিক কর্মকাণ্ডে অগ্রগতি হবে। বকেয়া আদায় ও সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। শ্যালক শ্যালিকার সাথে রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের সুযোগ আসবে। বিকেলের দিকে প্রত্যাশিত কোনো সংবাদ আপনার কাজের গতিকে বাড়িয়ে দেবে। ছোট ভাই বোনের চাকরি লাভের যোগ প্রবল।

সিংহ রাশি(২১ জুলাই-২১ আগস্ট): নিজের উপর আস্থা থাকলে আজ সকল প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে সফল হতে পারবেন। অসুস্থতাকে মনের জোর দিয়ে জয় করতে হবে। কর্মস্থলে নেওয়া কোনো বড় সিদ্ধান্ত আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবে। বিকেলে কিছু টাকা আদায় করাতে আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ভিসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে। ব্যবসায়ীক প্রয়োজনে বিদেশ যাত্রা অবসম্ভাবি। আইনগত জটিলতা থেকে মুক্তি পাবেন। প্রয়োজনীয় কেনাকাটায় অর্থ ব্যয়। বিকেলের দিকে আপনার মনের শক্তি দিয়ে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন। অস্থিরতা কমাতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর): চাকরিতে বকেয়া বেতন ও ব্যবসায় বকেয়া বিল আদায়ে চাপ প্রয়োগ করতে হবে। পারিবারিক ব্যবসা বাণিজ্যে বড় ভাই এর সাথে মনমালিন্য দেখা দিতে পারে। বিকেলের দিকে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হতে পারেন। অধিকতর জ্ঞান আহরণে দূরের যাত্রা যোগ প্রবল। বিদেশ সংক্রান্ত বিষয়ে সুখবর।

বৃশ্চিক রাশি(২৩ অক্টোবর-২১ নভেম্বর): বেকার জীবনের ঘানি আর টানার প্রয়োজন নেই। প্রভাবশালী চাচা খালু মামার সহায়তায় কর্ম পেতে পারেন। রাজনৈতিক তদবিরে কোনো কাজ পেতে পারেন। বিকেলের দিকে নগদ টাকা আদায়ের চেষ্টায় সফল হবেন। বন্ধুর কাছ থেকে আর্থিক ও মানসিক সাহায্য লাভের সম্ভাবনা।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ আপনাকে নিজের কর্মদক্ষতা দিয়ে ভাগ্যও চাকাকে ঘোড়াতে হবে। কেউ আপনাকে সাহায্য করবে না। আজ আপনিই আপনার বন্ধু, শিক্ষক ও উপদেষ্টা। বিদেশ যাত্রার চেষ্টায় একাকী লড়তে হবে। বিকেলের দিকে কর্মস্থলে পদস্থ কর্মকর্তার আনুকূল্য লাভ। প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ে উঠবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): শনির প্রভাবে আজ বারবার কাজে কর্মে বাধা বিপত্তি বা আলস্য দেখা দেবে। ট্যাকনিক্যাল কাজে ধৈর্য্য ধরে রাখা হবে কঠিন। রাস্তাঘাটে সাবধানে না চললে দুর্ঘটনা ঘটবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভ হবে। বিকেলে বিদেশ যাত্রার আলোচনা সফল হতে পারে। ভাগ্য সহায় হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সাংসারিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলতে থাকা অশান্তির প্রভাব ব্যক্তি জীবনে গভীরভাবে পড়বে। ব্যবসায় অব্যাহত লোকসানের কারণে নিজের উপর আস্থা ধরে রাখা কঠিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। পুরোনো কোনো আইনগত জটিলতার কারণে হয়রানির শিকার হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): কর্মস্থলে সহকর্মীর সাথে নমনীয় আচরণ করতে হবে। আপনার দক্ষতা ও মেধার মূল্যায়নে তারাই আপনার সহযোগী। অনৈতিক সকল কাজ থেকে নিজেকে দূরে রাখুন। বিকালে দাম্পত্য সুখ শান্তি ফিরে পেতে পারেন। জীবন সাথীর জন্য কিছু কেনাকাটার প্রয়োজন হয়ে পড়বে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালার আয়োজন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে “ইফে...

দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ...

ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করেছে ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত কর...

মাদারীপুরে জাতীয় চ্যাম্পিয়ানশীপের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল টুর্নামেন্টে...

নিজেকে অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান

নিজেকে জুলাই গণ- অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখেন না বিএ...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে নতুন করে হ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানো আইনি প্রক্রিয়ার অংশ

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আই...

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই গ্রুপের সংর্ঘষ

মাদারীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া...

নিজেকে অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান

নিজেকে জুলাই গণ- অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখেন না বিএ...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা