নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আড়াইশ জনে।
এছাড়া ৬ হাজার ৭৭৩ টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৯৬৯ জন। মোট আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জন।
আজ (১২ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ১৫২ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ২ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৬৬৬ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৬৫ জন। বর্তমানে সারাদেশে কোয়ারেন্টিনে আছেন ৪৫ হাজার ৩৮৫ জন।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮৭ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৪২ লাখ ৬৯ হাজার ২০০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩১ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.