বিনোদন ডেস্ক:
দুঃস্থ কলাকুশলী ও শিল্পীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল আর্টিস্ট ফোরাম। এরিমধ্যে তাদের কল্যাণে তহবিল গঠন হয়েছে বলে জানানো হয়েছে।
ফোরামের সদস্যরা তো বটেই, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিশিষ্ট ব্যক্তি, সমস্ত প্রযোজক, চ্যানেল, এমনকি সমাজের সর্বস্তরের মানুষের কাছে এর আগে এই তহবিলে দান করার জন্য আবেদন করা হয়েছিল।
সে আবেদনে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! এখনো পর্যন্ত ১৮ লাখ ৩৭ হাজার ১০৯ টাকা জমা পড়েছে তহবিলে।
ফোরাম সিদ্ধান্ত নিয়েছে, এপ্রিল, মে ও জুন মাস দুঃস্থ শিল্পীদের জনপ্রতি মাসিক ২০০০ টাকা করে সাহায্য করা হবে।
ফোরামের দাবি, ইতোমধ্যেই ৩৯৩ জনকে ২০০০ টাকা করে মোট ৭ লাখ ৮৬ হাজার টাকা পাঠানো হয়েছে। হাত বাড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। সংগঠনের বাইরে হয়েও তিনি সাহায্য করছেন শিল্পীদের। এই সাহায্য তাদের জন্য, যাদের দুঃসময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ কেনার সামর্থ্যটুকুও নেই!
ফোরাম জানিয়েছে, তারা ইতিমধ্যেই দুঃস্থ কলাকুশলীদের সাহায্যে ৩ লাখ টাকা এফসিটিডব্লুইকে দিয়েছে। এছাড়া ১ লাখ টাকা থিয়েটারের নেপথ্যে থাকা দুঃস্থ কর্মীদের জন্য দিয়েছে। পাশাপাশি চা দেওয়ার কাজে থাকা ১৫ জন ছেলেকেও ফোরাম ফাণ্ড থেকে জনপ্রতি ২০০০ টাকা করে মোট ৩০ হাজার টাকা সাহায্য করেছে বলে জানিয়েছে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.