আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের প্রায় সকল দেশের চিকিৎসাবিজ্ঞানীরা করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে রাত-দিন কাজ করে যাচ্ছে। আর করোনার চিকিৎসায় হাইড্রোক্সোক্লোরোকুইনের নাম প্রায় সবারই জানা। তবে এবার পরিসংখ্যান বলছে ওষুধটির সফলতার তুলনায় ব্যর্থতার পরিমাণ বেশি।
করোনা চিকিৎসায় এবার হাইড্রোক্সোক্লোরোকুইন সেবনের বিষয়ে সতর্কতা জারি করেছে মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এফডিএ।
করোনাভাইরাস মহামারীর শুরু দিকে হাইড্রোক্সোক্লোরোকুইনকে করোনার চিকিৎসার অন্যতম ওষুধ হিসেবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ম্যালেরিয়ার এই ওষুধকে গেইম চেঞ্জার বলেন ট্রাম্প।
হাইড্রোক্সোক্লোরোকুইন সম্পর্কে এফডিএর কমিশনার ড.স্টিফেন এম হ্যান বলছেন, আমরা জানি যে বিশ্বের সব গবেষকরা রাত দিন কাজ করে যাচ্ছেন করোনার প্রতিষেধক খুঁজতে তবে আমরা তাদের ওষুধ তৈরির বিষয়ে পর্যাপ্ত তথ্য দিতে চাই। এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দন অস্বাভাবিক দেখা দিতে পারে বলে বলছে এফডিএ।
এদিকে ম্যালেরিয়ার এই ওষুধ কিনে মজুদ করে রেখেছে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আরো ২২ টি অঙ্গরাজ্য। যদিও করোনা নিরাময়ে এসব ওষুধের কার্যকরিতা নিয়ে তেমন কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ এখনও মেলেনি।
সান নিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.