আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র রমজান মাসে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক জায়গায় জামাতে নামাজ পড়া এবং ইফতার না করার জন্য বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।
দেশটির শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রবিবার (১৯ এপ্রিল) এই আহ্বান জানানো হয়।
সরকার নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, দেশটির ঊর্ধ্বতন আলেমদের কাউন্সিল বলেছে, 'যেহেতু এক জায়গায় অনেক লোকের সমাগমই সংক্রমণ ছড়ানোর প্রধান কারণ, তাই মুসলিমদের উচিত হবে এমন জমায়েত এড়িয়ে চলা।'
সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় মক্কা ও মদিনায় অবস্থিত মুসলিমদের পবিত্রতম মসজিদসহ দেশের মসজিদগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
২০ মার্চ মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা ও মদিনায় অবস্থিত দুই মসজিদের বাইরের চত্বরে নামাজ পড়াও স্থগিত করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয় বলে জানানো হয়। মসজিদ চত্বরে প্রতিদিনের নামাজের পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়।
সৌদি আরবের জেনারেল সেক্রেটারিয়েট অব দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস কর্তৃপক্ষ বিশ্বের মুসলমানদের জন্য কয়েকটি সুপারিশ পালনের আহ্বান জানিয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে:
*করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নিজ নিজ দেশের সরকারের জারি করা সিদ্ধান্ত মেনে চলা।
*সরকার যদি পরামর্শ দেয় তাহলে তারাবিসহ সব নামাজ বাড়িতে পড়া।
*সেহরি ও ইফতারের সময় সামাজিক জমায়েত এড়িয়ে চলা।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেন, 'করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে যদি মসজিদে নামাজ আদায় করা না যায় তাহলে রমজানের তারাবিহ ও ঈদের নামাজ বাড়িতে পড়া যাবে।'
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.