স্পোর্টস রিপোর্টার:
বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি মেয়রের সার্বিক সহযোগিতায় দুই দিনবাপী অনুষ্ঠিত ৪র্থ জাতীয় চুকবলে চ্যাম্পিয়ান হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
বুধবার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কে ৪৬ - ৩৩ গোলে পরাজিত করে চট্টগ্রাম।
এর আগে ৩য় স্থান নির্ধারিত ম্যাচে যশোর ৫৩-৪১ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম জেলার মোঃ আলমগীর এবং উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছে যশোর জেলার মেহেদী হাসান রাজু।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। প্রতিযোগিতায় ১২টি জেলা দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.