ইন্টারন্যাশনাল ডেস্ক:
চুল-দাড়ি বড় হয়ে যাওয়ায় একটি সেলুনে গিয়েছিলেন ছয় ব্যক্তি। পরে পরীক্ষায় ছয়জনেরই করোনাভাইরাস পজিটিভ এসেছে।
ভারতের মধ্য প্রদেশের একটি গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
কর্তৃপক্ষ জানিয়েছেন, সেলুনটি মধ্য প্রদেশের খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত। সেলুনে গিয়ে ছয়জনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় পুরো গ্রাম লকডাউন করে দিয়েছে পুলিশ।
খবরে বলা হয়, সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।
গ্রামটির এক অধিবাসী ইন্দোরে হোটেলে কাজ করেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে আসেন। ৫ এপ্রিল গ্রামের ওই সেলুনে তিনি চুল কাটান। পরে তাঁর করোনা শনাক্ত হয়। খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিবেশ ভার্মা এই তথ্য জানান।
খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন একই সেলুনে গিয়েছিলেন, এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ছয়জনের করোনা ধরা পড়ে।
সেলুনটির নাপিতেরও করোনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় নাপিতের করোনা নেগেটিভ আসে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.