ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীন থেকে বিশ্বের বহুদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম সনাক্ত হওয়া এই ভাইরাসে মৃতের সংখ্যা এরইমধ্যে দুই হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় ৭৩ হাজার মানুষ। চলমান এই সঙ্কটে নিজ দেশের জনগনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চীনা নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকার এই নিষেধাজ্ঞা জারি করে। আগামী বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে বলে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।
এই নিষেধাজ্ঞার অধীনে চীনা নাগরিকরা চাকরি, পড়াশোনা, ব্যক্তিগত কাজ ও ভ্রমণের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে নেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এছাড়া এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি।
রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে করোনাভাইরাস মহামারী আকারে দেখা দেয়ায় এ পদক্ষেপ। এর আগে রাশিয়া করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
দেশটিতে এখন পর্যন্ত ২ জন করোনায় আক্রান্ত হলেও পরবর্তীতে আর কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি।
চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.