আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঘটনায় চীনকে একপ্রকার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, 'চীন যদি সজ্ঞানে করোনাভাইরাস মহামারির জন্য দায়ী থাকে, তবে তাদেরকে এর জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।'
সম্প্রতি হোয়াইট হাউজের দৈনিক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, 'শুরু হওয়ার আগেই চীনে এটা থামানো যেত। কিন্তু তেমনটা হয়নি, এখন পুরো বিশ্ব এজন্য ভুগছে।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৪০ হাজারের বেশি।
ভাইরাসটি নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত আকার ধারণ করেছে। ট্রাম্প আগে থেকেই ভাইরাসটিকে ‘চীনা ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। এর সংক্রমণ রোধ করতে না পারায় চীনকে প্রতিনিয়ত দোষারোপ করছেন।
সম্প্রতি চীনের বিরুদ্ধে ভাইরাসটি নিয়ে প্রকৃত তথ্য ধামাচাপা দেয়ার অভিযোগও এনেছে ট্রাম্প প্রশাসন। সূত্র: ভয়েস অব অ্যামেরিকা।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.