নিজস্ব প্রতিবেদক:
বিদেশ থেকে আসা জাহাজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ‘শিপ অ্যাম্বুলেন্স’ প্রস্তুত রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় তারা অ্যাম্বুলেন্স শিপসহ একটি বিশেষ মেডিক্যাল টিম প্রস্তুত করে রেখেছেন। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনও নাবিক বা জাহাজ-সংশ্লিষ্ট কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ছে মরণঘাতী এ ভাইরাস। বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ ঘটনায় গত বুধবার জাপান ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত ১১ হাজার। চীন ছাপিয়ে এই রোগ এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে।
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানসহ আরও কয়েকটি দেশ রয়েছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.