গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ (১২ এপ্রিল) বিকেলে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার জানান, ঢাকা থেকে ফেরা এক দম্পতি এবং নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে আসা ওষুধ কোম্পানির এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টুঙ্গিপাড়ায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনার এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। এর প্রেক্ষিতে টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো।
বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ করোনা প্রবণ এলাকা। সেখান থেকে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়িতে। কয়েকজনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকায়।
আক্রান্ত এলাকা থেকে কেউ টুঙ্গিপাড়ায় প্রবেশ করতে না পারে সে জন্য লকডাউন করে দেয়া হয়েছে উপজেলাকা। টুঙ্গিপাড়া প্রবেশ ও বাহির হওয়ার পথে বসানো হয়েছে চেকপোস্ট।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.