ক্রীড়া প্রতিবেদক:
পাকিস্তানে ব্যর্থ সফর শেষ করে দেশে ফিরেছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন টিম বাংলাদেশ।
২৭ জানুয়ারি খেলা শেষ করেই দেশের পথে রওনা দেন ক্রিকেটাররা। ২৮ জানুয়ারি মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমান।
তিন দফা পাকিস্তান সফরে এরইমধ্যে প্রথম দফা শেষ করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাথমিক সূচিতে ২৮ তারিখ দিনে দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তার বাড়াবাড়িতে অতিষ্ঠ ক্রিকেটাররা আগেই দেশে ফিরলেন।
অন্য যেকোনো দেশে খেলতে গেলে খেলার বাইরে ঘোরাঘুরি বা ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পান ক্রিকেটাররা। তবে পাকিস্তান সফরের চিত্র ছিল পুরোটাই উল্টো। হোটেল থেকে বের হওয়ার কোনো সুযোগ পাননি ক্রিকেটাররা। হোটেল থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত হাজার দশেক পুলিশের প্রহরায় অনেকটা দমবন্ধ পরিবেশের সম্মুখীন হয়েছিল সবাই।
এ কারণে আগেই দেশে ফেরার দিন-তারিখ এগিয়ে এনেছিল টিম ম্যানেজমেন্ট।
গত ২২ জানুয়ারি রাত ৮টায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন ক্রিকেটাররা। কারণ ছিল ভ্রমণের ঝক্কি কমানো। তবে এতকিছুর পরেও শূন্য হাতেই দেশে ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় আগামী ৭ ফেব্রুয়ারি একটি টেস্ট ম্যাচ খেলতে যাবে টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.