স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি পেসার শোয়েব আখতার দিয়েছেন ভয়ঙ্কর তথ্য।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আগামী এক বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না।
অবশ্য সূচি অনুযায়ী চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, 'ভারত-অস্ট্রেলিয়া বহু প্রতীক্ষিত সিরিজ হবে বলে মনে হয় না। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টি টুয়েন্টি বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।'
কয়েকদিন আগে ভারত ও পাকিস্তান দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য তিন ম্যাচের ভারত-পাক ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু তার প্রস্তাব মেনে নিতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
আগামী ৬ মাসের মধ্যে ক্রিকেট মাঠে নামা যে সম্ভবই নয়, তা জানিয়েছিলেন কপিল। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার এখন কপিলের সুরেই সুর মিলিয়ে বলছেন, আগামী এক বছর ক্রিকেট খেলা হবেই না।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.