নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। তাই কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মপরিকল্পনা ঘোষণা শেষে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কোনো সেক্টরের মানুষই, যে যে সেক্টরে কাজ করেন, কেউই অসুবিধায় পড়বেন না।
করোনাভাইরাসে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় এদিন ৭২ হাজার ৭৫০ কোটি টাকার চারটি প্যাকেজে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.