আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে আবারও কাজে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
প্রায় এক মাস চিকিৎসার কারণে দায়িত্ব থেকে দূরে ছিলেন তিনি। তবে সুস্থ হয়ে ২৭ এপ্রিল সোমবার ফের ডাউনিং স্ট্রিটে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ।
এর আগে গত মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চলে যান তিনি। তবে ১০ দিন আইসোলেশনে থাকার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনদিন হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এদিকে বেশ কিছু দিন বিশ্রাম নেয়ার পর জনসনের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো।
ফলে সোমবার ডাউনিং স্ট্রীটে নিজের কর্মক্ষেত্রে ফিরলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশজুড়ে করোনার লড়াইয়ে নতুন উদ্যোমে আবারও কাজ শুরু করবেন জনসন।
জনসনের অনুপস্থিতিতে এতদিন তার হয়ে দায়িত্ব পালন করছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
ব্রিটেনে এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৩২ জনের।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.