ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মরদেহ থেকে সংক্রমণ ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি থাইল্যান্ডের একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মরদেহ থেকে এক পরীক্ষক সংক্রমিত হন।
রবিবার (১২ এপ্রিল) জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন স্টাডির এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফরেনসিক বিভাগের কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম ঘটনা ঘটল।
ওই প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, অস্ত্রোপচারের সময় যে ধরনের জীবাণুনাশক ব্যবহার করেন ডাক্তাররা, ফরেনসিক বিভাগেও সে ধরনের জীবাণুনাশক ব্যবহার করা দরকার।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ঘটনার জেরে লাশঘর থেকে শুরু করে সৎকারকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেল।
প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১৯ লাখ ২৯ হাজার ২২৯ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার সাতশ ৫৯ জন। এর মধ্যে থাইল্যান্ডে আক্রান্ত হয়েছে দুই হাজার ছয়শ ৪৭ জন এবং মারা গেছে ৪২ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.