স্পোর্টস ডেস্ক:
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রথম কোন মৃত্যু দেখল ক্রিকেট বিশ্ব।
ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ডেভিড হগকিস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এক বিবৃতির মাধ্যমে ডেভিড হগকিসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। হগকিস তার প্রিয় ক্লাব ল্যাঙ্কাশায়ারের বিভিন্ন পদে দীর্ঘ ২২ বছর কর্মরত ছিলেন। ২০১৭ সালে ক্লাবটির চেয়ারম্যানের দায়িত্ব পান।
চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও কোষাধ্যক্ষ ও ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্লাবটি।
কিছু দিন আগে শারীরিক অবস্থার খারাপ হলৈ হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.