নিজস্ব প্রতিবেদক:
মরণঘাতী করোনাভাইরাসে আক্রন্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো উপাচার্যের মৃত্যু হলো।
মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তিনি একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে তিনি বলেন, তিনি একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমি ওনার মাগফেরাত কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার উনার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.