নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিকের পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী ৭ এপ্রিল থেকে সংসদ টেলিভিশন চ্যানেলে শ্রেণি কার্যক্রম সম্প্রচার শুরু হতে যাচ্ছে। আজ (৫ এপ্রিল) ক্লাস নেয়ার রুটিন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।
করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি যাতে না হয় সে জন্য সংসদ টিভিতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের জন্য ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচারের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত (২৯ মার্চ) থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম সংসদ টিভিতে সম্প্রচার শুরু হয় মাধ্যমিকের এই শ্রেণি কার্যক্রম শুরুর পর এবার প্রাথমিকের ক্লাস নেয়ার উদ্যোগ নিলো প্রাথমিক শিক্ষা অধিদফতর।