বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বলিউডের প্রযোজক করিম মোরানির মেয়ে শাজা মোরানি। পরপর কয়েকবার কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় মুম্বাইয়ের নানাবতি হাসপাতাল থেকে তাকে ছাড় পত্র দেওয়া হয়।
কিন্তু তা সত্ত্বেও সর্তকতার জন্য আরও ১৪ দিন তাকে থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।
শাজা মোরানির বাবা চিত্র প্রযোজক করিম মোরানি বলেন, হ্যাঁ, শাজা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তবে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে সে। আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ।
শাজার চাচা মোহাম্মদ মোরানি বলেন, সব খবরই ভালো। শাজা এখন ভালো বোধ করছে। সে এখন বাড়িতে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
মোরানি পরিবারে শাজার শরীরেই সবার আগে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর তার বোন জোয়া মোরানি ও বাবা করিম মোরানিরও কোভিড-১৯ পজিটিভ আসে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.