সান নিউজ ডেস্ক :
করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে দেশে চলছে লকডাউন। স্থবির হয়ে আছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছুই বন্ধ। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এরইমধ্যে কাজ হারিয়েছে কয়েক কোটি মানষ। এমন বাস্তবতায় লকডাউন তুলে নেয়ার দাবিতে রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ।
কয়েকদিন ধরে রাস্তায় নেমে লকডাউনের বিরুদ্ধে আন্দোলনও করছে তারা। যে আন্দোলনে সমর্থন দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সামাজিক দূরত্ব নিশ্চিতের রিরুদ্ধে আন্দোলনরতদের ‘মহান মানুষ’ বলে অবিহিত করেছেন তিনি। যদিও ফেডারেল হেলথ অফিশিয়ালদের নির্দেশিকা অনুসরণ করেই রাজ্যগুলো সামাজিক দূরত্ব নিশ্চিত করার কাজটি করে আসছিল।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার গভর্নরদের নিয়ম শিথিল করার জন্য উদ্বুদ্ধ করে আসছিলেন। এর মাঝে রোববার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তার অবস্থান লকডাউন বিরোধী আন্দোলনকারীদের উসকে দিতে পারে কিনা।
এর উত্তরে ট্রাম্প বলেন, আমি সেসব মানুষকে দেখেছি। আমি তাদের সাক্ষাত্কারও দেখেছি। তারা মহান মানুষ। তিনি এ সময় বন্দি জীবনে আন্দোলনকারী ভয় আছে এবং তাই তারা স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন।
ট্রাম্প আরো বলেন, তাদের কাছ থেকে তাদের জীবন আলাদা করে ফেলা হয়েছে।এ মানুষগুলো দেশকে ভালোবাসে এবং তারা তাদের কাজে ফিরে যেতে চাইছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.