জাতীয়

আধাঘন্টা বিক্রি বন্ধ করিয়ে রেশ টানা হল দরপতনের

নিজস্ব প্রতিবেদক:

৯ বছরের মধ্যে রেকর্ড দরপতনের পর বুধবার সকাল সাড়ে ১০টায় ঊর্ধ্বমুখী ধারায় শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় লেনদেনে আসা ৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে ৪১১৯ পয়েন্ট ছাড়াতে দেখা গেছে।

শীর্ষ কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক সূত্রে জানা গেছে, লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান ব্রোকারেজ হাউসগুলো থেকে শেয়ার বিক্রি না করতে কড়া নির্দেশ ছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে। প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনা মেনেছে।

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ এক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিএসইসির মৌখিক আদেশ পেয়ে তারা লেনদেনের প্রথম আধা ঘণ্টায় কোনো শেয়ার বিক্রি করেননি। গ্রাহকদের থেকে বিক্রির আদেশ থাকার পরও শেয়ার বিক্রির আদেশ কার্যকর করেনি। শেয়ার বিক্রির চাপ কম থাকার কারণে শেয়ারদর কিছুটা বেড়েছে।

কিন্তু আধা ঘণ্টা পার হতে পুনরায় শেয়ার বিক্রি শুরু হওয়ায় নিম্নমুখী হতে শুরু করেছে শেয়ারদর, তাতে সূচকও নিম্নমুখী হয়েছে।

ব্রোকারেজ হাউসের ওই কর্মকর্তা বলেন, বড় ব্রোকারেজ হাউসের শেয়ার বিক্রি করে দরপতন বন্ধ করা, অনেকটা কোরামিন দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা। এটা অল্প সময় কাজ করতে পারে। দীর্ঘমেয়াদি সমাধান ছাড়া এ বাজারের পতন ঠেকানো যাবে না।

প্রথম ঘণ্টার লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩৩৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হতে দেখা গেছে। এর মধ্যে ২৬৭টির বা ৮০ শতাংশের দরবৃদ্ধির বিপরীতে ২৪টি বা ৭ শতাংশ শেয়ারদর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে।

প্রথম আধা ঘণ্টার তুলনায় সূচক বৃদ্ধি কিছুটা কমে এলেও বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক গতকালের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৪০৯১ পয়েন্টে অবস্থান করছিল।

এদিকে দরপতন ঠেকাতে সকাল সাড়ে ৯টায় ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর শীর্ষ নেতাসহ শীর্ষ ব্রোকারদের প্রধান নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর আগারগাঁও বিএসইসি কার্যালয়ে এ বৈঠক এ প্রতিবেদন লেখার সময়ও চলছিল।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ছাড়াও কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। বাজার পক্ষে ডিবিএই সভাপতি শাকিল রিজভীসহ শীর্ষ ব্রোকারদের সিইওরা রয়েছেন।

মঙ্গলবার টানা দ্বিতীয় দিনে ২ শতাংশের ওপর সূচকের পতনের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক ডেকেছিল বিএসইসি।

মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৮৭ পয়েন্ট হারিয়েছিল। এর আগে সোমবার হারিয়েছিল প্রায় ৮৯ পয়েন্ট। গত সপ্তাহের পুরোটা সময় জুড়ে দরপতন হয়েছিল। সপ্তাহের ৫ কার্যদিবসের দরপতনে সূচকটি হারিয়েছিল ২৬২ পয়েন্ট। ২০১৩ সালের ফেব্রুয়ারির পর একদিনে এত বেশি সূচকের পতন আর কখনো হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা