ক্রীড়া প্রতিবেদক:
করোনার প্রভাবে অসহায় মানুষদের পাশে সম্মিলিত ও একক উভয় প্রচেষ্টায় এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। যে যার অবস্থান থেকে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন সংকটে থাকা মানুষদের প্রতি।
সাকিব-তামিমদের পর এবার আর্তমানবতার খাতিরে এগিয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রাপ্ত তিন মাসের বেতনের পুরোটাই এবার অসহায় মানুষদের সাহায্যে দান করলেন তিনি।
আশরাফুল জানান, যেই পরিস্থিতি চলছে তাতে দেখতেই পাচ্ছেন অনেকেরই এখন কাজকর্ম নেই। ফলে সংসার চালাতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছেন তারা। কয়েকজনকে দেখলাম তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমি তাদের সাহায্যের জন্য আমার বেতনের টাকা দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি। টাকা তো আসলে বেশি না। ৮০-৮৫ হাজার টাকা মাত্র। এলাকার অসহায় মানুষদের দিয়েছি।
সেই সঙ্গে নিজের নামে ফাউন্ডেশন খোলার কথাও জানান আশরাফুল। তিনি বলেন, ফাউন্ডেশন খোলার কথা চলছে আমার একটা। সব কিছু তো বন্ধ। খুলুক তারপর সব কিছু করবো।
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ২০১৩ সালে বাদ পড়লেও প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় রয়েছেন আশরাফুল।
প্রথম শ্রেণীর ৯১ ক্রিকেটারের চুক্তিবদ্ধ তালিকায় ‘এ’ গ্রেডে আছেন তিনি।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.