ছবি: সান নিউজ
বাণিজ্য

দেশের ১ম কর্পোরেট ব্যান্ড সঙ্গীত প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট ক্লাইন্টদের জন্য দেশের প্রথম ব্যান্ড সঙ্গীত প্রতিযোগিতা শুরু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’ নামক প্ল্যাটফর্মে নিজেদের সঙ্গীত-প্রতিভা দর্শাতে পারবেন দেশের কর্পোরেটরা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন কিংবদন্তি তিনজন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, নকীব খান এবং শাফীন আহমেদ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট ক্লাইন্টরা ব্যাংকের রিলেশনশীপ ম্যানেজারের মাধ্যমে তাদের ইন-হাউজ ব্যান্ডের নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতাটি দুটি বিভাগে বিভক্ত। প্রাথমিক পর্যায়ে ব্যাংকের ক্লাইন্টরা নিবন্ধনের পর তাদের পূর্বে ধারণকৃত অডিও ট্র্যাক জমা দিতে পারবেন। সংক্ষিপ্ত তালিকাভুক্ত ব্যান্ডগুলো তিন কিংবদন্তির সাথে মেন্টরিং সেশনের পর গ্র্যান্ড ফিনালেতে লাইভ পারফর্ম্যান্সের সুযোগ পাবেন। প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপ-কে ট্রফি এবং মেডেল প্রদান করা হবে। এছাড়া ব্যক্তিগত পারফর্ম্যান্সের (সেরা ভোকাল, সেরা ড্রামার ইত্যাদি) জন্যও থাকবে বিশেষ পুরষ্কার।

‘সিম্ফনি- ব্যান্ডস ইন সিঙ্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়। হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী। এছাড়া দেশের তিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও প্রতিযোগিতার বিচারক বাপ্পা মজুমদার, নকীব খান এবং শাফীন আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘দেশের প্রথম কর্পোরেট ব্যান্ড প্রতিযোগিতা শুরু করতে পেরে আমরা গর্বিত। ‘সিম্ফনি- ব্যান্ডস ইন সিঙ্ক’ প্ল্যাটফর্মে প্রতিযোগীরা সঙ্গীতের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরতে পারবেন এবং এর মাধ্যমে সুস্থ বিশ্বের নতুন দিনগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমরা বিশ্বাসী। আমাদের সকল কর্পোরেট ক্লাইন্ট ব্যান্ডের প্রতি আমার আহ্বান, আপনারা প্রতিযোগিতায় নিবন্ধন করুন এবং আমরা আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিব।’

প্রতিযোগিতার বিচারক নকীব খান বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও আমাদের উচিৎ পছন্দের কাজগুলোর জন্য সময় বের করা। সিম্ফনির অংশ হতে আমি আনন্দিত, এবং নতুন প্রতিভাদের দেখতে আগ্রহের সাথে অপেক্ষায় আছি।’

প্রতিযোগিতার বিচারক বাপ্পা মজুমদার বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে কর্পোরেটের শিল্পীরা তাদের সৃজনশীলতা এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ পাবেন। ‘সিম্ফনি- ব্যান্ডস ইন সিঙ্ক’-এর প্রতিযোগীদের প্রতিভা বিকাশে ও স্বপ্ন পূরণে আমরা সাহায্য করতে পারবো বলে আমি আশাবাদী।’

প্রতিযোগিতার বিচারক শাফীন আহমেদ বলেন, ‘এমন চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরির জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ধন্যবাদ এবং এর একটি অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের ব্যান্ড সংগীতাঙ্গন অসংখ্য প্রতিভাবান শিল্পী পেতে চলেছে বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, দীর্ঘ ১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক, যার রয়েছে বাংলাদেশে দৃঢ় স্থানীয় উপস্থিতি এবং এর বৈশ্বিক পরিধি ও পণ্য কাজে লাগানোর সক্ষমতার অনন্য এক সংমিশ্রণ। বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের একজন হিসেবে ব্যাংকটি নিজেই দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা এবং বিদেশি বিনিয়োগকে সহজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। গত বছরের ন্যয় এই বছরেও আমদানি-রপ্তানি অর্থায়নে একটি বড় অংশ অর্জন এবং বিদেশি ব্যাংকগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন ও এসএমই ঋণ প্রদানে ভূমিকা রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। একইসাথে কার্ডের মাধ্যমে ব্যয় ও ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি এবং অসংখ্য উদ্ভাবনী পণ্য বাজারে আনার মাধ্যমে রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড- কতৃপক্ষ জানায়, বিশ্বের ৫৯ দেশের প্রগতিশীল বাজারে আমরা একটি ও প্রধান আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি ৮৫ দেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছি। আমাদের মূল লক্ষ্য ব্যবসায় ও প্রগতিকে নতুন আঙ্গিকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং আমাদের মান ও ঐতিহ্য এর মূলমন্ত্র- ‘হেয়ার ফর গুড।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড এর পিএলসি লন্ডন ও হংকং এর স্টক এক্সচেঞ্জ এবং ভারতের মুম্বাই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা