ফাইল ছবি
সারাদেশ

আলুর বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

হারুন উর রশিদ সোহেল, রংপুর: রংপুর অঞ্চলের ৫ জেলায় আলুর প্রত্যাশিত দামের চেয়ে কয়েকগুণ বেশি পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। জমিতেই চড়া দাম পেয়ে খুশি বেজায় খুশি আলু চাষিরা। আলু তুলেই লাভের মুখ দেখতে পাওয়ায় স্বস্তির ঢেকুর তুলছেন তারা।

আরও পড়ুন: বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ভালো দাম ও হিমাগারে ভাড়া বৃদ্ধির আশংকায় জমিতেই আলু বিক্রি করে দিচ্ছেন চাষিরা, এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্রে। তবে হিমাগারে রাখার পর শেষ পর্যন্ত আলুর দাম কেমন হবে, তা নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন চাষি ও ব্যবসায়ীরা।

জানা গেছে, রংপুর অঞ্চলের ৫ জেলায় স্থানীয় চাহিদা পূরণের জন্য আলু চাষ করতেন চাষিরা। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় সে সময় বিপাকে পড়তেন তারা। তবে বর্তমানে সেই সমস্যা নেই। এছাড়া লোকসানের শঙ্কাও নেই। চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন যেমন বাড়ছে, তেমনই দামও ভাল পাচ্ছেন চাষিরা।

বর্তমানে রংপুর নগরীসহ বিভাগের ৮ জেলার আলু স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রফতানি হচ্ছে বিদেশে। আলুর বর্তমানে বড় বাজার তৈরি হয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও নেপালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আরও কয়েকটি দেশে রফতানির প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বাস ভাড়া কমছে

সরেজমিনে রংপুর নগরীর তামপাট, দর্শনা, মাহিগঞ্জ, সাতমাথা, বীরভদ্র বালাটারি, কলাবাড়ি, তপোধন, পশুরাম ও কেরানিরহাটসহ সদরের জানকি ধাপেরহাট, পালিচড়া, পানবাড়ি, রামজীবন, শ্যামপুর, চন্দনপাট ও তিস্তা নদীবেষ্টিত রংপুরের পীরগাছার ছাওলা, শিবদেব, গাবুড়ার চর, কাউনিয়ার হারাগাছ, টেপামধুপুর, আজমখা, বুড়িরহাট, ভায়ারহাট, গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চর ঘুরে দেখা গেছে, কৃষকেরা আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন।

নারী-পুরুষ ও শিশুসহ দল বেঁধে মনের আনন্দে জমি থেকে আলু তুলছেন। পাইকাররা ক্ষেত থেকে আলু কিনে নিয়ে যাচ্ছেন। আবার স্থানীয় বাজারে কৃষক নিজে পাইকারি ও খুচরা দুইভাবেই আলু বিক্রি করছেন।

চাষিরা বলছেন, চলতি বছর আলুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম হয়েছে। আলুর স্বাস্থ্য, মান ও আকার অনেক ভালো। তবে কিছু স্থানে উৎপাদন কিছুটা কম হলেও চাহিদা ভালো।

আরও পড়ুন: ডুবে যাওয়া বাল্কহেডের চাল উত্তোলন শুরু

জমিতেই রকমভেদে প্রতি কেজি আলু ২৮-৩২ টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যাশিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দাম পাওয়ায় এবার খুশি রংপুর অঞ্চলের আলু চাষিরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় চলতি বছর ১ লাখ ৬০২ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গতবারের চেয়ে এবার ৩২৭৫ হেক্টর বেশি জমিতে স্থানীয় ও উফশী জাতের আলুর চাষ করা হয়েছে। এর মধ্যে তিস্তার চরাঞ্চলসহ রংপুর জেলাতেই আলু চাষ হয়েছে প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে।

উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ লাখ ১১ হাজার ৩৫৪ টন। তবে আশানুরূপ দাম ও চাহিদা থাকায় অনেক চাষি পরিপক্ক হওয়ার আগেই ক্ষেত থেকে আলু বিক্রি করে দিয়েছেন। ইতোমধ্যে ৬০ ভাগ জমির আলু উত্তোলন হয়েছে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: দেশে পৌঁছাল ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ

কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলিক উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছর রংপুর অঞ্চলের ৫ জেলায় আলুর মোট উৎপাদন হয়েছিল ২৭ লাখ ৩২ হাজার ১৫৪ মেট্রিক টন। এবার এর চেয়ে বেশি আলু উৎপাদন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নগরীর তামপাট এলাকার চাষি নুর ইসলাম ও ইছার আলী বলেন, গত কয়েক বছর থেকে এবার আলুর উৎপাদন ভালো হচ্ছে। এবার প্রত্যাশিত দামের চেয়ে চড়া দামে আলু জমিতে বিক্রি হচ্ছে। সেই সাথে সৌদি আরব, মালোশিয়া, নেপাল ও হংকংসহ বিভিন্ন দেশে রফতানি হওয়ায় তারা স্বস্তিতে রয়েছেন।

লোকসানের সম্ভাবনা এবার নেই। তবে হিমাগারে রাখার পর শেষ পর্যন্ত আলুর দাম কেমন মিলবে, তা নিয়ে শঙ্কাও রয়েছে। তাই জমিতেই আলু বিক্রি করে দিচ্ছেন।

আরও পড়ুন: বুয়েটে ছাত্র রাজনীতি চলবে

পীরগাছা উপজেলার পারুল এলাকার মনজু আহমেদ ও ফুল মিয়া নামের দুই চাষি জানান, গত বছরের তুলনায় সার ও ডিজেলের দাম বেশি ছিল। শ্রমিকের মজুরিও বেড়েছে অনেক। তবে এবার জমিতেই আলুর ভালো দাম পাওয়ায় তারা খুশি।

এ বিষয়ে রংপুর জেলা হিমাগার মালিক সমিতির সভাপতি মোছদ্দেক হোসেন বাবলু জানিয়েছেন, রংপুর নগরী জেলায় ৩৯টি হিমাগার রয়েছে। প্রত্যেক বছর আলু উত্তোলন শুরু হবার পরেই হিমাগারে আলু সংরক্ষণ হয়। কিন্তু এবার ব্যতিক্রম।

চলতি মৌসুমে চাহিদার কারণে আগাম ও অপরিপক্ব আলু জমিতেই বিক্রি করেছেন অনেক চাষিরা। ফলে হিমাগারগুলো খালি থাকার আশঙ্কা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দ...

মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইবিতে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব...

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধ...

প্রথম ম্যাচে জয়ের পরও সাড়া নেই দর্শকদের

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুর করে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্...

ঢাকা বিভাগে থাকতে চায় মাদারীপুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

মাদারীপুরবাসী ঢাকা বিভাগ ছেড়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে না যাওয়ার দাবিতে ঢাকা...

নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য স...

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী

দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী ব্য...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

নোয়াখালীতে পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবা, পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার...

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা