তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগল ফটোজের জন্য নতুন এক এআই ভিত্তিক ফিচার চালু করেছে গুগল। এর সাহায্যে গুগল ফটোজ ব্যবহারকারীদের ফটো ও ভিডিও তৈরি করে দিবে।
আরও পড়ুন: বাজারে এলো শাওমির এসইউ৭
নতুন আপডেটের সাথে, গুগল ফটোজে আনা হয়েছে ফটো স্ট্যাক ফিচার। যা কি না লাইব্রেরিতে এক জায়গায় একই রকমের সব ছবি রাখবে। এছাড়াও আরেকটি এআই ফিচার গুগল ফটোজে স্ক্রিনশট, ফটো, ডকুমেন্টও ইত্যাদিকে ফিল্টার করে আলাদা-আলাদা করে রাখবে।
ব্যবহারকারীরা নতুন ফিচারের সাহায্যে যে কোনো ফটো-ভিডিওর জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ডারের তারিখে অ্যাপ ইউজারকে নোটিফাই করবে। গুগলের এই ২ টি নতুন ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আরও পড়ুন: ডিলিট হবে জিমেইল
নতুন ফিচারের সাহায্যে, সহজেই যে কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্ট সহজেই সার্চ করা যাবে। এছাড়াও সেভ করার ৩০ দিন পরে ইউজাররা স্ক্রিনশট বা ডকুমেন্ট ফিচারটি গুগল ফটোজ আর্কাইভ করতে পারবেন।
গুগলের এই ২টি নতুন ফিচারের সম্পর্কে কোম্পানির ব্লগে তথ্য দেওয়া হয়েছে। ঐ সব ফিচার অটোমেটিক কাজ করবে। নতুন আপডেটের পর গ্যালারিতে যদি কোনো আমন্ত্রণ কার্ড থাকে তবে অ্যাপটি সে সম্পর্কেও সতর্ক করবে।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            