তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নতুন নতুন ফিচারের কারণে এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এবার রিলসে নতুন ফিচার যুক্ত হলো।
আরও পড়ুন: জিমেইলে দুই স্তরের নিরাপত্তা চালুর পদ্ধতি
মেটা প্রধান মার্ক জুকারবার্গ জানান, ইনস্টাগ্রাম রিলসে স্টোরির মতোই ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ইউজাররা ভিডিওর সাথে গানের কথাও লিখে আপলোড করতে পারবেন।
জানা যায়, স্টোরি আপলোডের মতো একই পদ্ধতিতে এ কাজ করা যাবে। প্লাস (+) আইকনটি ক্লিক করে রিলস তৈরি করতে যাবে। Audio অপশনে ক্লিক করে পছন্দের গান যোগ করা যাবে। বাঁ-দিকে সোয়াইপ করে সেই গানের লিরিক্স যোগ করতে পারবেন।
আরও পড়ুন: ফায়ারফক্সের নতুন রিভিউ চেকার
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসারি বলেন, অনেক সময় দেখা যায় ইউজাররা ম্যানুয়ালি গানের লিরিক্স যোগ করেন। কিন্তু এবার তা আরও সহজেই করতে পারবেন। এতে নিজের মনের ভাব আরও ভালোভাবে ব্যক্ত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, শুধু গান যোগ করাই নয়, ইউজারদের আকৃষ্ট করতে ভবিষ্যতে ইনস্টাগ্রামে আরও কিছু ফিচার আনার হবে। গত মাসের শেষের দিকে এমন ফিচারই নিয়ে আসার ঘোষণা দেয়া হয়।
সান নিউজ/একে/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            