টেকলাইফ

গ্রামের মানুষরা পাবে ৫জি সুবিধা!

নিজস্ব প্রতিবেদক: গ্রামাঞ্চলের মানুষকে ৪জি প্রযুক্তির আধুনিক টেলিযোগাযোগ সেবা সুলভ মূল্যে দেওয়ার লক্ষ্যে নেটওয়ার্কের মান উন্নয়ন এবং ৫জি প্রযুক্তির সেবা দেওয়ার প্রস্তুতি হিসেবে বিদ্যমান কোর ও ট্রান্সমিশন নেটওয়ার্কের আধুনিকায়ন করবে সরকার।

এ লক্ষ‌্যে সরকার ২ হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকার ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

প্রকল্পের কার্যপত্র থেকে জানা গেছে, প্রকল্পটি সমগ্র বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ২ হাজার ১৪৪ কোটি ৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ৬০ কোটি ৩৩ লাখ টাকা। প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ হচ্ছে:

(ক) নতুন ৩ হাজারটি বিটিএস সাইট তৈরি (রুম, টাওয়ার, লক ইত্যাদি)। নিজস্ব ৫০০ সাইট এবং টাওয়ার শেয়ারিং-২৫০০ সাইট।


(খ) গ্রাহকসেবা দেওয়ার সক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যমান ২ হাজারটি ৩জি/৪জি মোবাইল বিটিএস সাইটের যন্ত্রপাতির ধারণক্ষমতা বৃদ্ধি।

(গ) বিদ্যমান ২০০টি মোবাইল বিটিএস প্রতিস্থাপনের মাধ্যমে সাইটগুলোর আধুনিকায়ন।

(ঘ) বিদ্যমান ১ হাজারটি ২জি/৩জি মোবাইল বিটিএস সাইটে ৪জি বিটিএস সংযোজন।

(ঙ) ফিক্সড ওয়‌্যারলেস অ‌্যাকসেস (এফডব্লিউএ) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে ৫ হাজারটি এফডব্লিউএ ডিভাইস স্থাপন।

(চ) আইপি লংহল (জিবিপিএস ক্ষমতাসম্পন্ন) মাইক্রোওয়েভ লিংক স্থাপন।

(ছ) শর্টহল মাইক্রোওয়েভ লিংক স্থাপন।

(জ) কোর নেটওয়ার্ক সম্প্রসারণ (আইএমএস/ভয়েস ওভার এলটিই)।

(ঝ) কোর আইপি ব্যাকবোন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং

(ঞ) চার্জিং, বিলিং, ভ্যালু এডেড সার্ভিস ও অন্যান্য সাবসিস্টেম সম্প্রসারণ।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ বলেছেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রামাঞ্চলের মানুষকে ৪জি প্রযুক্তির আধুনিক টেলিযোগাযোগ সেবার পাশাপাশি ৫জি প্রযুক্তির সেবা দেওয়া সম্ভব হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাকরি হারিয়ে জি-নাইন কলা চাষে ভাগ্যবদল  

বাগেরহাটের ফকিরহাটে জি-নাইন (গ্রান্ড নাইন) জাতের কলা চাষ করে আলোচনায় এসেছেন স...

মোরেলগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ

মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখ...

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন।

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকাল মাদ...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

ফিরে দেখা ৬২'র শিক্ষা আন্দোলন

১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই...

এনসিপি রাজনীতিতে নয়া সমীকরণ

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয়...

পটুয়াখালী পাওয়ার প্লান্টে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সম্প্রতি চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়...

ছাত্রদল নেতাকে চাঁদা না দেয়ায় যুবদল নেতার ওপর হামলা, উত্তাল ভালুকা!

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের কাছে ময়মনসি...

ফিরে দেখা ৬২'র শিক্ষা আন্দোলন

১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা