খেলা

টানা জয়ে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

শিরোপার অনেকটা কাছে পৌঁছে গিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় ফর্চুনা ডুসেলডর্ফরের বিপক্ষে ৫-০ গোলের দারুণ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এতে করে পয়েন্ট তালিকায় ব্যবধান দাঁড়িয়েছে দশে।

লিগ পুনরায় শুরুর পর থেকেই বিধ্বংসী রুপে দেখা যাচ্ছে বায়ার্নকে। মাঠে এর প্রমাণও দিচ্ছে তারা। বায়ার্নের গোলের জোয়ারে দিশেহারা হয়ে পড়ছে প্রতিপক্ষও। লিগ শুরুর পর এখন পর্যন্ত তারা ১৩টি গোল করেছে, হজম করেছে মাত্র দুটি। ফর্চুনার বিপক্ষেও ছিল গোলের ছড়াছড়ি।

এই অবস্থায় বায়ার্নকে শিরোপা বঞ্চিত করতে প্রয়োজন হবে অতিমানবীয় কিছুই! দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড প্যাডেরবার্নকে হারালে বায়ার্নের ব্যবধান দাঁড়াবে সাতে। তাতেও বোধহয় চোখ রাঙানি দেওয়া যাচ্ছে না। বায়ার্ন জয় তুলে নিচ্ছে প্রতি ম্যাচেই। শিরোপার পথ নির্বিঘ্ন করতে প্রতিপক্ষকে যেন দুমড়ে মুচড়েই যাওয়ার লক্ষ্য তাদের। তাই জয় তুলে নিয়েছে টানা ৪ ম্যাচেই!

অবশ্য ফর্চুনার বিপক্ষে প্রথম গোলটি ছিল ভাগ্য প্রসূত। ১৫ মিনিটে ফর্চুনার আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ২৯ মিনিটে অবশ্য কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুন করেছেন পাভার্ড। এর পরে শুরু হয় রবার্ত লেভানদভস্কির আধিপত্য। জোড়া গোলে স্কোর লাইন করেন ৪-০।

পুরো মৌসুমে জুড়েই ছিল পোলিশ স্ট্রাইকারের আধিপত্য। তাই এই দুটি গোলের মধ্য দিয়ে এক মৌসুমে (২০১৬-১৭) ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছেন লেভানদভস্কি। সব প্রতিযোগিতায় মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৩ গোল। এমনকি লিগের ১৮টি ক্লাবের বিপক্ষেই গোল করেছেন। লেভানদভস্কির জোড়া গোলের পর ৫২ মিনিটে আলফানসো ডেভিস করেন শেষ গোলটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন কমিশনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়নে মুক্তিজোটের প্রস্তাব

আজ সোমবার (১২ মে) মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্তে সাত সদস...

বিতর্কিত স্লোগান ও জাতীয় সংগীতে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির ব্যাখ্যা

সম্প্রতি আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলগত বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আয়...

ইউরোপীয় শক্তিগুলোকে ‘সংঘাতের কৌশল’ না নিতে ইরানের হুঁশিয়ারি

ইউরোপীয় শক্তিগুলোকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘সংঘাতমূলক কৌশল&rs...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (১২ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

১২ মে: উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্মদিন

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১২ মে ১৮৬৩ – ২০ ডিসেম্বর ১৯১৫) বিখ্যাত বাঙাল...

কার্ডের প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়া নারী আটক

শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় নিঃস্ব নারীকে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার...

শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ: ট্রেন অবরোধ

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস...

১৩ মে: দাবাড়ু নিয়াজ মোর্শেদের জন্মদিন

নিয়াজ মোর্শেদ (জন্ম: ১৩ মে ১৯৬৬), যিনি মোর্শেদ নামে পরিচিত, বাংলাদেশের দাবাড...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দ...

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় একমাস ধরে চারদফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা