খেলা

টানা জয়ে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

শিরোপার অনেকটা কাছে পৌঁছে গিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় ফর্চুনা ডুসেলডর্ফরের বিপক্ষে ৫-০ গোলের দারুণ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এতে করে পয়েন্ট তালিকায় ব্যবধান দাঁড়িয়েছে দশে।

লিগ পুনরায় শুরুর পর থেকেই বিধ্বংসী রুপে দেখা যাচ্ছে বায়ার্নকে। মাঠে এর প্রমাণও দিচ্ছে তারা। বায়ার্নের গোলের জোয়ারে দিশেহারা হয়ে পড়ছে প্রতিপক্ষও। লিগ শুরুর পর এখন পর্যন্ত তারা ১৩টি গোল করেছে, হজম করেছে মাত্র দুটি। ফর্চুনার বিপক্ষেও ছিল গোলের ছড়াছড়ি।

এই অবস্থায় বায়ার্নকে শিরোপা বঞ্চিত করতে প্রয়োজন হবে অতিমানবীয় কিছুই! দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড প্যাডেরবার্নকে হারালে বায়ার্নের ব্যবধান দাঁড়াবে সাতে। তাতেও বোধহয় চোখ রাঙানি দেওয়া যাচ্ছে না। বায়ার্ন জয় তুলে নিচ্ছে প্রতি ম্যাচেই। শিরোপার পথ নির্বিঘ্ন করতে প্রতিপক্ষকে যেন দুমড়ে মুচড়েই যাওয়ার লক্ষ্য তাদের। তাই জয় তুলে নিয়েছে টানা ৪ ম্যাচেই!

অবশ্য ফর্চুনার বিপক্ষে প্রথম গোলটি ছিল ভাগ্য প্রসূত। ১৫ মিনিটে ফর্চুনার আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ২৯ মিনিটে অবশ্য কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুন করেছেন পাভার্ড। এর পরে শুরু হয় রবার্ত লেভানদভস্কির আধিপত্য। জোড়া গোলে স্কোর লাইন করেন ৪-০।

পুরো মৌসুমে জুড়েই ছিল পোলিশ স্ট্রাইকারের আধিপত্য। তাই এই দুটি গোলের মধ্য দিয়ে এক মৌসুমে (২০১৬-১৭) ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছেন লেভানদভস্কি। সব প্রতিযোগিতায় মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৩ গোল। এমনকি লিগের ১৮টি ক্লাবের বিপক্ষেই গোল করেছেন। লেভানদভস্কির জোড়া গোলের পর ৫২ মিনিটে আলফানসো ডেভিস করেন শেষ গোলটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা