স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান এবার দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
সাকিবের সন্তান হওয়ার গুঞ্জন অবশ্য আগেই উঠেছিল। তবে এবার অফিসিয়ালি তার ঘোষণা এলো। সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব একটি ছবি পোস্ট দেন। যেখানে তার মেয়ে আলায়না হাসান অব্রি একটি ছোট পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। পোশাকের গায়ে খেলা ‘ঘরে স্বাগতম’। আর ছবির ক্যাপশনে লিখা বড় বোনের দায়িত্ব।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোল জুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।
সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পান এই তারকা অলরাউন্ডার।