ক্রীড়া প্রতিবেদক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ১৫০ উইকেট শিকারের কৃর্তি গড়লেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এন্ড্রি ম্যাককার্থিকে বোল্ড করে এই রেকর্ড গড়েন তিনি।
এছাড়াও আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব। দেশের মাটিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ইনিংসে বল করার কৃর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার। শুধু তাই নয় আরো একটি মাইলফলকের সামনে দাড়িয়ে তিনি।
এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আর মাত্র ৪ টি উইকেট পেলেই স্কীকৃত ক্রিকেটের ১০০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে এটাই সাকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে টপকে সাকিব এখন নির্দিষ্ট এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও।
সবার প্রথমে আছেন ওয়াকারের সতীর্থ ওয়াসিম আকরাম। শরজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়েছিলেন তিনি। একই স্টেডিয়ামে ওয়াকার নিয়েছিলেন ১১৪ টি উইকেট। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের উইকেট সংখ্যা ১১৬ টি।
সান নিউজ/এম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            