খেলা

ফ্রি-কিকে অবিশ্বাস্য গোল দি মারিয়ার

ক্রিয়া ডেস্ক

রোজারিও সেন্ট্রালের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ও লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে আগে কখনো জিততে পারেননি আনহেল দি মারিয়া। গতকালও একপর্যায়ে মনে হচ্ছিল আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই নিষ্পত্তি হতে যাচ্ছে। ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পর এমনটা মনে হওয়া একেবারেই অমূলকও ছিল না। এর মধ্যে ম্যাচের ৮২ মিনিটে বক্সের বেশ বাইরে ফ্রি–কিক পায় রোজারিও।

ফ্রি–কিকটি নেওয়ার জন্য স্বাভাবিকভাবেই এগিয়ে আসেন দলের সবচেয়ে বড় তারকা দি মারিয়া। রোজারিও ডার্বিতে এর আগ পর্যন্ত আর্জেন্টাইন কিংবদন্তির খেলায় স্নায়ুচাপ ছিল স্পষ্ট। ম্যাচজুড়ে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি, প্রভাবও ছিল সীমিত।ফলে প্রায় ২৮ গজ দূর থেকে ফ্রি–কিকে গোল করবেন, তা ভাবেননি অনেকেই।


কিন্তু তিনি যে কিংবদন্তিদের একজন! মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে দেওয়ার সামর্থ্য আছে তাঁর। কে জানে, হয়তো এমন একটি মুহূর্তের জন্যই হয়তো অপেক্ষা করছিলেন তিনি এবং জমিয়ে রেখেছিলেন সমস্ত জাদুও।

দি মারিয়া ধীর পায়ে এগিয়ে এসে বলকে চুমু খেয়ে স্পটে বসান। এরপর কয়েক পা দৌড়ে এসে নেন বাঁ পায়ের জোরালো শট। সেই বলটি ঘণ্টায় ৮১ কিলোমিটার বেগে উড়ে গিয়ে জায়গা করে নেয় গোলকিপার হুয়ান এসপিনোলার বাঁ দিকের কোণে। গোলরক্ষক বলের লাইন বুঝতে পেরে এগিয়ে এসে ঝাঁপও দিয়েছিল। কিন্তু তাতে নান্দনিক একটি দৃশ্যই শুধু তৈরি হয়েছে। বলটা থামানোর কোনো উপায় ছিল তাঁর। মিসাইলের মতো উড়ে এসে বাঁ পাশের কোনা দিয়ে বল জড়ায় জালে।


এমন একটি গোলের পর উদ্‌যাপনটা যেমন হওয়ার কথা তেমনই হয়েছে। জার্সি খুলে পাগলের মতো উদ্‌যাপন করেছেন দি মারিয়া, গ্যালারির ভিআইপি বক্সে বসা তাঁর পরিবারও তখন উল্লাসে ভাসছে। গোটা গিগান্তে দে আরোজিতো স্টেডিয়াম মাতল দি মারিয়ার সেই গোলের উচ্ছ্বাসে। এটি শুধু স্মরণীয় এক গোল নয়, এর মাধ্যমেই প্রথমবারের মতো ডার্বিতে জয়ের স্বাদ পেলেন রোজারিওর এই ঘরের ছেলে।

নিওয়েল’সকে হারানোর প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে দি মারিয়া বলেছেন, ‘এটা আমি সারা জীবন স্বপ্ন দেখেছি। শুধু চেয়েছিলাম ফিরে এসে এই স্বপ্নটা পূরণ করতে। এখন আরেকটা লক্ষ্য আছে। সেন্ট্রালকে চ্যাম্পিয়ন বানানো। আমার স্ত্রী বলেছিল সুযোগ পেলে আমি পারব। ভাগ্যও এমনই। শেষ পর্যন্ত ফিরে এসেছি সেখানে, যেখানে আমি সত্যিই সুখী। স্বপ্ন পূরণ করতে না পারার কষ্ট আমি অনেক দিন বয়ে বেড়িয়েছি। অনেকেই হয়তো তখন আমাকে অভিশাপ দিয়েছে, কিন্তু কেউ জানে না আমি কতটা কষ্ট সহ্য করেছি। এই জয় আমার স্ত্রী আর মেয়েদের জন্য।’


এর আগে নিওয়েলসে’র বিপক্ষে দি মারিয়া খেলেছিলেন দুই ম্যাচ। ২০০৬ সালে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল এবং ২০০৭ সালে অন্য ম্যাচে ১-০ গোলে হেরেছিল রোজারিও। আর এবার শেষ হাসি হাসল দি মারিয়ার রোজারিও সেন্ট্রাল।

শেষ মিনিটে কোচ আরিয়েল হোলান যখন তাঁকে তুলে নিলেন, স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিল অভিবাদন জানিয়েছে তাঁকে। এই ম্যাচ দিয়ে আরও একটি ইতিহাস গড়েছেন দি মারিয়া। ডার্বিতে নাম লিখিয়েই তিনি হয়ে গেলেন প্রথম বিশ্বকাপজয়ী ফুটবলার, যিনি রোজারিও সেন্ট্রালের হয়ে নিওয়েল’সের বিপক্ষে খেললেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এলেন, সফরের কর্মসূচী 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে আজ শন...

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করতে...

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্...

সীমানা নির্ধারণে পেশাদারির সঙ্গে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশ...

৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন,...

৫ আগস্ট ‘ঘটিয়েছে জামায়াত’, মন্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার কা...

যুক্তরাষ্ট্রকে এড়িয়ে বন্ধু হয়ে উঠতে পারবে চীন-ভারত

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার &l...

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা