নিজস্ব প্রতিবেদক: গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস মোট ২৬৭টি অগ্নিসংযোগের খবর পেয়েছে। যার মধ্যে ১৬২টি বাসেই আগুনের ঘটনা রয়েছে।
আরও পড়ুন: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী
শুক্রবার (৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে 'তরঙ্গ প্লাস' নামে একটি বাসে অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও ১০ জন জনবল এ আগুন নির্বাপণ করতে কাজ করে।
ফায়ার কর্মকর্তা আরও জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিস দুর্বৃত্ত কর্তৃক মোট ২৬৭টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে। এতে করে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এ অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে, বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৬টি।
সান নিইজ/এএ