নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় টুনো মিয়া (৬০) নামের ১ কারাবন্দির মৃত্যু হয়েছে। তার বন্দি নম্বর ছিল (কয়েদি ৫৬/এ)।
আরও পড়ুন: কোনো অবস্থায় বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুনো মিয়া।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রয়েছে। এই বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
তিনি আরও বলেন, তাকে অসুস্থ অবস্থায় গত ২১ নভেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১
নিহত টুনো মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার লস্কর মিয়ার ছেলে। রাজধানীর মিরপুর ও গুলশান থানার মামলার ডাকাতিসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন তিনি বলে জানিয়েছে কারা সূত্র।
সান নিইজ/এএ