সান নিউজ ডেস্ক : আজ ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন জানা যাবে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন।
আরও পড়ুন : সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করা যাবে।
ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ‘নির্বাচনের তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।’
আরও পড়ুন : মার্চ বা এপ্রিলে উদ্বোধন
এছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর মেয়াদে এ পদে অধিষ্ঠিত থাকেন তিনি। আগামী ২৩ এপ্রিলে এ মেয়াদ শেষ হবে।
সান নিউজ/এনজে/এইচএন