জাতীয়
আমাদের যাত্রা হলো শুরু

সত্য-ন্যায়ের কথা বলবে ‘আমার বাঙলা’

ফকরুদ্দীন মুন্না: ব্যানারে স্লোগান লিখা ছিল- আমাদের যাত্রা হলো শুরু। একটি দৈনিক পত্রিকার প্রকাশনার সূচনা দিনের এমন আয়োজন ছিল একটু ভিন্ন আমেজের। সাদা-মাটা অথচ ব্যতিক্রমী উদ্বোধনী আয়োজনের অতিথিরাও মুগ্ধ। আজ ১১ নভেম্বর দৈনিক আমার বাঙলার ছিল প্রকাশনার সূচনা দিন। কেক কেটে সূচনা সংখ্যার উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. নূহ-উল-আলম লেলিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, উত্তরণের সম্পাদকমণ্ডলীর সদস্য আনিস আহামেদ, রয়েল টিভির বার্তা প্রধান সাংবাদিক নেতা আবুল হোসেন, গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক রাজু আহমেদ, মাছরাঙা টেলিভিশনের হেড অব গ্রাফিক্স জাকারিয়া সুমন, এ কে এম আজিজুল হক নান্নাসহ পত্রিকার প্রধান সম্পাদক আরিফ সোহেল, প্রকাশক সম্পাদক এমএম রুহুল আমীন, চট্টগ্রাম ব্যুরো প্রধান রুবেল খান, জেনারেল ম্যানেজার আহছান উল্যাহসহ পত্রিকাটির অসংখ্য শুভাকাক্সক্ষী।

রাজধানীর হাতরিপুল বেলভিউ টাওয়ারে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে ড. নূহ-উল-আলম লেলিন বলেন, আমার বাঙলা নামটি নিজেই পাঠক আকৃষ্ট করে, আবেগাপ্লুত করে। সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা যদি না থাকে, তাহলে কোনো পত্রিকাই খুব বেশি দিন চলে না। আমি মনে করি, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের তৃণমূল ও শীর্ষ পর্যায় পর্যন্ত আমাদের সামাজিক জীবনের নানা ঘটনা, নানা অগ্রগতি; বিপরীতভাবে সীমাবদ্ধতা-ব্যর্থতা-সাফল্য— সবগুলোকে একেবারে নির্মোহভাবে তুলে ধরবে ‘আমার বাঙলা'। আমার বাঙলা শুধু সংবাদ পরিবেশনই নয়, জনগণ সমাজ রাষ্ট্রের অখণ্ডতার ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবে। স্পর্শকাতর বিষয়ে আমার বাঙলা অবশ্যই সরকারের আইনগত বিধিনিষেধ উপেক্ষা করবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনা থেকে আমি বলি, সংবাদপত্রের স্বাধীনতা যতটা না তাত্ত্বিক, যা বাস্তবিকভাবে আইনের নানান ফাঁকে, আইনের বেড়াজালে সেটা বন্দি থাকে। তবে আমি বলব, যদি সদিচ্ছা থাকে, সাহস থাকে, তাহলে দেশের ৩টি মৌলিক জায়গায় কোনো আপস না করে, কোনা দুর্বলতা না দেখিয়ে আমার বাঙলা তার ভাবমূর্তি গড়ে তুলতে পারবে, যা পাঠকদের আকাঙ্ক্ষার সাথেও সংগতিপূর্ণ হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে- আমার বাঙলাকে পত্রিকা হিসেবে জনগণের মুখপত্র হিসেবে প্রমাণ করতে হবে। আমার বিশ্বাস তরুণরাই হবে আমার বাংলার প্রাণশক্তি।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, আমাদের দেশের বর্তমান সংবাদ পত্রগুলো হয়তো কেউ সরকারকে সমর্থন করে, নতুবা কেউ সরকারের সবসময় বিরোধিতা করে। আমি বিশ্বাস করি আমার বাঙলা সংবাদকে সংবাদ হিসেবে প্রকাশ করবে। আমি আমার বাঙলার শুভযাত্রা কামনা করছি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের সংবাদ পত্র একধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন একটা সংকটময় সময়ে আমার বাঙলা পত্রিকাটির যাত্রা সত্যি প্রশংসনীয়। আমি এই যাত্রার শুভ কামনা জানাই। উত্তরণের সম্পাদকমণ্ডলীর সদস্য আনিস আহামেদ বলেন, সংবাদপত্র রাষ্ট্রের দর্পণ, যা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে। আমি বিশ্বাস করি পাঠককে মূল্যায়ন করে সংবাদ প্রকাশ করবে আমার বাঙলা।

রয়েল টিভির বার্তা প্রধান সাংবাদিক নেতা আবুল হোসেন বলেন, সংবাদপত্রকে পেশা হিসেবে আজ অনেকেই গ্রহণ করেছে। আমার বিশ্বাস আমার বাঙলা সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে রাষ্ট্র ও সমাজের জন্য কাজ করবে। গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক রাজু আহমেদ বলেন, আমার বাঙলা পত্রিকাটি পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানে যারা কাজ করবে তারাও পেশাদারিত্বের সাথে প্রতিষ্ঠানে কাজ করবে। সবাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।

অনুষ্ঠান সঞ্চালক প্রধান সম্পাদক আরিফ সোহেল বলেন, প্রিন্ট পত্রিকার এই কঠিন সময়ে আরও একটা দৈনিক পত্রিকা বাজারে নিয়ে আসা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে দৈনিক আমার বাঙলার কাজ শুরু করেছি। আমাদের নতুন চ্যালেঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সৎ সাহসী সাংবাদিকরা পাশে থাকবে বলে বিশ্বাস রাখি। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আমার বাঙলার প্রকাশক ও সম্পাদক এম এম রুহুল আমীন বলেন, অর্থের চেয়েও মেধার দাম বেশি। আর মেধার মূল্যায়ন করবে আমার বাঙলা পত্রিকা। এটা আমার প্রতিষ্ঠান না, এটা গণমাধ্যম কর্মীদের প্রতিষ্ঠান। আমার বাঙলা দেশ ও দশের কথা বলবে। সব সময় পাশে থাকবে। সাধারণ মানুষের দাবি আদায়ে এবং নির্যাতিত শোষিত মানুষের পক্ষে কাজ করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা