অগ্নিকাণ্ডে নিহত অমৃতা বেগমের দেহ শনাক্তের জন্য ঢামেক মর্গে ডিএনএ নমুনা দিতে এসেছে তার মেয়ে সোমা আক্তার (৭)। ছবি : সংগৃহীত
জাতীয়

ভেবেছিলাম পুড়ে মরার থেকে লাফিয়ে মরাই ভালো: আমেনা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমেনা বেগম। ৩৬ বছরের এই নারী হাসপাতালের বিছানায় বসে নারায়ণগঞ্জের ট্র্যাজেডির ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তিনি রূপগঞ্জের সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় দ্বিতীয় তলায় ছিলেন।

ওই দিনের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে আমেনা বলেন, আমি দ্বিতীয় তলায় পরিচ্ছন্নতার কাজ করছিলাম। ফ্লোর ঝাড়ু দিয়ে ময়লা ঝুড়িতে তুলতে যাচ্ছি... এমন সময় চোখ জ্বালা করছিল। ভেবেছিলাম চোখে ধুলা পড়েছে। উপরে তাকাতেই দেখি চারপাশে প্রচণ্ড ধোঁয়া, নিঃশ্বাস নেওয়াও যাচ্ছিল না। একটু সামনে এগিয়ে দেখি চারপাশ থেকে আগুন ধেয়ে আসছে। এ সময় লাইন ম্যানেজার বারবার বলছিল- কেউ ভয় পাবেন না, সবাই নিজ নিজ জায়গায় থাকেন। উপরে যেতে চাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে কেউ একজন টেনে ধরেছিল। আগুনের প্রচণ্ড তাপ আসছিল, যে যেভাবে পারছে বের হওয়ার চেষ্টা করছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের তাপ আরও ভয়ঙ্কর হতে থাকে, শুরু হয় অসহ্য যন্ত্রনা। কোনভাবেই ওই জায়গায় এক মুহূর্তের জন্যও টিকে থাকা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল এভাবে অসহ্য যন্ত্রনায় পুড়ে মরার চেয়ে লাফিয়ে পড়ে জীবনটা দিয়ে দিই। তখন মাথায় কিছুই কাজ করছিল না। কিছু না ভেবেই দ্বিতীয় তলা থেকে লাফি পড়ি। এরপর আমার সঙ্গে কী ঘটেছে তার কিছুই মনে নেই।

তিনি বলেন, আমি কি বেঁচে আছি? আর বোধ হয় সোজা হয়ে দাঁড়াতে পারবো না। হাত তো ভেঙেছে, কোমরটা তো নেই। শ্বাস নিতে পারছিলাম না। তখন চোখের সামনে ৪ ছেলে-মেয়ে আর স্বামীর মুখটা ভেসে উঠেছে। বেঁচে সন্তানদের কাছে ফিরতে পারবো ভাবিনি। চারপাশ থেকে আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে, তখন লাফিয়ে পড়া ছাড়া আর কিছু মাথায় আসেনি।

আমেনা বেগমের জা বলেন, আমেনার ডান হাত এবং মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। পিঠে আঘাত রয়েছে। চার ছেলেমেয়ে এবং স্বামীকে নিয়ে রূপগঞ্জের একটি বস্তি এলাকায় ভাড়া থাকেন। আমেনা গত এক বছরের বেশি সময় ধরে এই কোম্পানিতে ৫ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তার স্বামী স্থানীয় বাজারে মাছ বিক্রি করেন।

গ্রেপ্তার, মামলা ও রিমান্ড

নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিকের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আট আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ জুলাই) তাদের আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চান। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে মামলার পর ওই আটজনকে গ্রেফতার করা হয় জানিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমকে বলেছেন, তাদের ১০ দিনের জন্য রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় বৃহস্পতিবার অগ্নিকাণ্ড ঘটে, যাতে অর্ধ শতাধিক শ্রমিক-কর্মচারী প্রাণ হারিয়েছে। অগ্নিকাণ্ডের পর কারখানাটিতে ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথে তালা লাগানোর বিষয়টি প্রকাশ পায়। কারখানাটিতে শিশু শ্রমিক ব্যবহারের বিষয়টিও হয় প্রকাশ্য।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে শনিবার আটজনকে আসামি করে হত্যা মামলা হয় বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন। তিনি বলেন, আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে ৩০২সহ কয়েকটি ধারায় এই মামলা হয়।

শনিবার বেলা দেড়টার দিকে ঢাকার ফার্মগেইটের ভবন সিজান পয়েন্টে সজীব গ্রুপের অফিস থেকে প্রতিষ্ঠানটির সিইও শাহানশাহ আজাদকে আটক করে পুলিশ। সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম। সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম। গ্রেফতার আসামিদের মধ্যে হাসেমের চার ছেলে রয়েছেন, যারা কোম্পানির পরিচালক। তারা হলেন- হাসীব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীম (২১)।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে। মামলাটি করেছেন রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার।

সান নিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রা...

আইনি সেবায় মানবিকতাকেও স্থান দেয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: আইনি সেবা প্রদানকালে পুঁথিগত আইন প্রয়োগের...

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন কাল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড সফর শেষে আগামীকাল ব্যাংকক থেকে...

ডিপিএস এসটিএস স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ শিক্ষাবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা