জাতীয়

রাস্তার পাশে কাঁচাবাজার বসানোর নির্দেশ ডিএমপি'র

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর প্রতিষ্ঠিত কাঁচাবাজারগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১৭ এপ্রিল শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ সিদ্ধান্ত নেয়।

রাস্তার পাশে এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০-২৫ ফুট রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মাসুদুর রহমান বলেন, কাঁচাবাজারগুলোর ভেতরে জায়গা কম থাকায় ক্রেতাদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এতে করে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগরীর যেখানে যে কাঁচাবাজার রয়েছে, তার সংলগ্ন রাস্তার পাশে দোকানগুলো নিয়ে আসা হবে। শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রেতা ও বিক্রেতাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে জরুরি প্রয়োজন যেমন, খাদ্যদ্রব্য ও ওষুধ কেনা, চিকিৎসা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে।

নাগরিকদের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতে কাঁচাবাজারগুলো খোলা রাখা হয়েছে। কিন্তু বাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক মানুষকে একসঙ্গে বাজার করতে দেখা গেছে। যে কারণে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ প্রতিরোধের জন্য কাঁচাবাজারের দোকানগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিপ্রবির সঙ্গে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশনের চুক্তি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...

ভালুকায় ছুরিকাঘাতে যুবক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চো...

হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা...

পাপিয়া সারোয়ার মারা গেছেন

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া স...

সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে হঠাৎ ডাউন হয়ে যাওয়ার সাড়ে ৩ ঘণ্...

একদিনে প্রাণ গেল আরও ৪ জনের 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

গ্যাসের চাপ কম থাকবে কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক : বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষ...

ঢাকায় আসছেন নাসার প্রধান নভোচারী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আসছেন নাসার প্রধান মহাকাশচারী জ...

কবি হেলাল হাফিজ আর নেই

নিজস্ব প্রতিবেদক : কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার (১৩...

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা