জাতীয়

পার্বত্য শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৩ বছর পূর্তি আজ বুধবার। দীর্ঘ দিন এ অঞ্চলে চলমান রক্তপাত ও সঙ্ঘাত নিরসনে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে পার্বত্য এলাকায় বসবাসরত ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একই সাথে শেখ হাসিনা তার বাণীতে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে তার সরকার বদ্ধপরিকর।

আজকের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শান্তিচুক্তিতে উপনীত হন এবং তার পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং বিদ্রোহী শান্তিবাহিনীর পক্ষে সন্তু লারমা চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারের তরফ থেকে প্রতিবাদী দেশপ্রেমিক জনতাকে আশ্বস্ত করা হয়েছিল, পার্বত্য জনপদে চিরদিনের জন্য শান্তির সুবাতাস বইবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত মজবুত হয়ে বাঙালি-পাহাড়ি একসাথে বসবাস করার পরিবেশ গড়ে উঠবে ইত্যাদি; কিন্তু সচেতন দেশপ্রেমিক বুদ্ধিজীবী মহল, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব মতাদর্শের বাঙালি ও সাধারণ উপজাতিরা সরকারের এ কথায় আশ্বস্ত হতে পারেননি। তারা আশঙ্কা করেছিলেন তথাকথিত শান্তিচুক্তির নামে এ জনপদ দেশের এক দশমাংশ ভৌগোলিক এলাকা ক্রমেই বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাবে এবং বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ বিচরণস্থলে পরিণত হবে।

ইতোমধ্যে চুক্তির শর্ত মোতাবেক বেশকিছু মন্ত্রণালয় ও অধিদফতরের দায়িত্ব পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদের কাছে পুলিশ বিভাগ হস্তান্তরের জন্য জনসংহতি সমিতিসহ উপজাতীয় গোষ্ঠীদের পক্ষ থেকে চাপ অব্যাহত আছে। পার্বত্য ভূমি কমিশন আইনের ১৩টি সংশোধনী আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের ভূমি আইন ও সংবিধান বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, ১৩ দফা সংশোধনী আইন আকারে পাস করা হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা ওই এলাকা থেকে চলে যেতে বাধ্য হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমির ওপর তারা অধিকার হারাবে। সরকার যেসব ভূমি বাঙালিদের বন্দোবস্ত দিয়েছে তা-ও বাতিল হবে বলে তারা আশঙ্কা করেন।

বিশেষজ্ঞ মহল মনে করেন, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় যে, বাংলাদেশের ভূমি আইন সারা দেশে এক রকম চলবে আর পার্বত্য অঞ্চলে আরেক রকম হবে। কিন্তু সন্তু লারমার বিচ্ছিন্নতা কার্যক্রমকে আরো পাকাপোক্ত করার জন্য ২০০১ সাল থেকেই দেশে বিদেশী ষড়যন্ত্রকারীদের দিয়ে আইন সংশোধন করার জন্য সরকারের ওপর ক্রমাগত চাপ দিতে থাকে। সম্প্রতি সরকার যে ১৩টি সংশোধনী পাস করেছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূলে কুঠারাঘাত বলে অভিজ্ঞ মহল মনে করছে।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বাণীতে বলেন, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। রাষ্ট্রপতি বলেন, নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণিল জীবনাচার, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি এ অঞ্চলকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে জাতির পিতার সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন। পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন শেখ হাসিনা। তিনি পার্বত্য জেলাগুলোর জনগণ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সমুন্নত রাখা ও পর্যটন শিল্পের প্রসারেও নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে আজ পার্বত্য জেলাগুলো কোনো পিছিয়ে পড়া জনপদ নয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

আহতদের খোঁজ না মেলায় শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

হিজাব-নিকাব নিয়ে বিএনপি নেতার কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মস...

মমতাজের জমিসহ তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

হত্যাকান্ডের শিকার সমির দাসের বাড়িতে বিএনপি-জামায়াতের প্রার্থী

ফেনীর দাগনভুঞায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার অটো রিকশাচালক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা