জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৮ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি দেয়ার নাম করে প্রতারক চক্র দেশের শিক্ষত বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমন প্রতারক চক্রের কতিপয় সদস্য রাজধানীর মিরপুর, ভাটারা,আশুলিয়া ও সাভারে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার ( ২৯ নভেম্বর) পৃথক এসব অভিযানে চাকরি প্রার্থী ৫০ জন ভুক্তভোগীসহ এসব ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ২৮ জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু ভুয়া নামধারী কোম্পানি চাকরি প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর বিশেষ দল দুপুর ২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর, ভাটারাসহ ঢাকা জেলার আশুলিয়া-সাভার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভিন্ন ভিন্ন ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের চাকরিপ্রার্থী মোট ৫০ ভুক্তভোগীকে উদ্ধারসহ ২৮ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

অভিযান সম্পর্কে র‌্যাব জানায়, রাজধানীর শাহ আলী থানার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে ‘প্রসেস সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামক প্রতিষ্ঠান হতে ৬৫টি জীবন বৃত্তান্ত, তিনটি সিল, একটি ব্যানার, ৪টি ডায়রি এবং ৪ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ৬জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-মো. মোসলে উদ্দিন (৪২), মো. ফজলুল ইসলাম (৪০), মো. আব্দুল মান্নান (৫২), মো. রেজওয়ান মাহমুদ রনি (২১), রাজু চন্দ্র শর্মা (২৪) ও মো. সাখাওয়াত হোসেন সজিব (২২)।

কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকায় “Oyster International limited” নামক প্রতিষ্ঠান হতে দুটি ভর্তির আবেদন বই, দুটি অঙ্গীকারনামা বই, ৪টি স্ট্যাম্প সিল, একটি ব্যানার, ৭টি আইডি কার্ড, ৩টি টাকা জমার রশিদ বই, ১ টাকা খতিয়ান বই, নগদ ৮ হাজার ৩৯৬ টাকা ও ১৬ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ৫জন প্রতারককে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন -আল-রাব্বি হাসা (৩৫), নুর কালাম (৩১), হাসিবুর রহমান (২১), ফয়েজ (২৮) ও মো. মামুন মিয়া (২১)।

এ ছাড়াও প্রগতি সরণির নর্দা এলাকায় “Amecon security services limited” নামক প্রতিষ্ঠান হতে ২২টি চাকরির বিজ্ঞাপন, ১৮টি ব্যাংকে টাকা জমার রশিদ, ৭ টি রেজিস্টার বই, ৬৫টি জীবন বৃত্তান্ত, ৫০টি লিফলেট, ৭১টি বিজ্ঞাপন, ৮ টি সিল ও ৯ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ২জন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন-গোলাম মোস্তফা (৫৫) ও তোফাজ্জল হোসেন (৫২)। র‌্যাব আরও জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টোংগাবাড়ি এলাকায় “Gym Security Ltd” নামক প্রতিষ্ঠান হতে ৪০টি নিয়োগ বিজ্ঞাপন ফর্ম, ৩টি ভর্তি ফর্ম, ৭টি হলফনামা, ১০টি আইডি কার্ড, ৭টি যোগদানপত্র ও ১৫ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ১৪ জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সোহেল রানা (৩২), মো. ইমরান (১৮), মো. রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহিম শেখ (২৪), চয়ন বাড়ই (১৯), মো. ফাহাদ (১৮), মো. হাবিব (১৮), মো. রাসেল (১৮), মো. বাদল আহমেদ (১৮), মো. তাওসিফ (২০), মো. ইমরুল কায়েস (২৪), মোছা. মোস্তাফিম মজরিনা ওরফে হ্যাপি (২১), হালিমা আক্তার (১৮) ও জহুরা আক্তার বিথি (১৯)।

অপর এক ঘটনা সম্পর্কে র‌্যা‍ব জানায়, ঢাকা জেলার সাভার থানার কলমা এলাকা থেকে আয়কর ফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ২টি ভুয়া নিয়োগপত্র ও ৬জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ১জন প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম-মো. গিয়াস সরদার (৬০)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে র‌্যাব জানায়, তারা রাজধানী ঢাকাসহ জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে নামে-বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে শিক্ষিত বেকার যুবক,যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে চক্রটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-৪।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা