জাতীয়

বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে ব্যয় ভারত-চীনের চেয়েও দ্বিগুন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু হবে চলতি মাসেই। রেলখাতের এ যাবৎ কালের বৃহৎ প্রকল্প হিসেবে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু রেলসেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতু নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হচ্ছে ৩ হাজার ৪৯৬ কোটি টাকা।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, কিলোমিটার প্রতি ব্যয়ের দিক থেকে এ খরচ প্রতিবেশী ভারত ও চীনের দীর্ঘ রেলসেতুগুলোর চেয়েও অনেক বেশি।

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু নির্মাণ করছে ভারত। জম্মু ও কাশ্মীরে চেনাব নদীতে নির্মাণাধীন রেলসেতুটির উচ্চতা ৩৬৯ মিটার। ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ হাজার ১৯৮ কোটি রুপি। সেতুটি নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে বাংলাদেশী মুদ্রার হিসাবে প্রায় ১ হাজার কোটি টাকার সমপরিমাণ।

সম্প্রতি চীনের সাংহাই-চ্যাংজিয়ানের মধ্যে ১১ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেলসেতুর নির্মাণকাজ শেষ। সেতুটি নির্মাণে খরচ হয় বাংলাদেশী টাকায় প্রায় ১৮ হাজার কোটি টাকার সমপরিমাণ। সে হিসেবে সেতুটি নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হয়েছে ১ হাজার ৬১৯ কোটি টাকার কিছু বেশি।

দেশটিতে হাইস্পিড রেল প্রকল্প নির্মাণের ব্যয় বিশ্লেষণ করতে গিয়ে বিশ্বব্যাংক দেখেছে, চীনে ডাবল লাইনের রেলসেতু বা রেলওয়ে ভায়াডাক্ট নির্মাণে কিলোমিটার প্রতি গড় ব্যয় ১০০ কোটি টাকারও কম। দেশটির সবচেয়ে ব্যয়বহুল সেতু জিজিয়াং ব্রিজেরও কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা।

অন্যদিকে, বাংলাদেশে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ ব্যয় শুরুতে ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। নির্মাণকাজ শুরুর আগেই বর্তমানে সেতুটির নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের কাছাকাছি।

১৬ হাজার ৭৮০ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকসহ ৪ দশমিক ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হবে। এছাড়া সেতুর দুই পাশে দশমিক শূন্য ৫ কিলোমিটার ভায়াডাক্ট, ৭ দশমিক ৬৭ কিলোমিটার রেলওয়ে এ্যপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ ও সাইডিংসহ ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে সেতুর নির্মাণকাজ ২০২৪ সালের আগস্টেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ ব্যয় নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সামছুল হক বলেন, বঙ্গবন্ধু রেলসেতুতে অর্থায়ন করছে জাইকা। সংস্থাটির ঋণের যেসব শর্ত থাকে, তাতে হেলদি কম্পিটিশন হয় না। এ জায়গাটিতে সরকারের খুব দ্রুত খতিয়ে দেখা উচিত।

এসব কঠিন শর্ত মেনে সরকার যদি ঋণ নেয়, তাহলে বুঝতে হবে আমাদের পেশাদারিত্বের যথেষ্ট ঘাটতি আছে। প্রকল্প বাস্তবায়নে বিপুল ব্যয় কমাতে হলে আমাদের জিটুজি ব্যবস্থাটি থেকে বের হয়ে আসতে হবে। ঋণ যদি নিতেই হয়, তাহলে সেটা আন্তর্জাতিকভাবে সুষম প্রতিযোগিতার মাধ্যমেই নেয়া উচিত।

গত বছর বিশ্বব্যাংকের এক বিশ্লেষণে উঠে এসেছে, সড়ক নির্মাণ ব্যয়ও বাংলাদেশেই সবচেয়ে বেশি। কয়েকটি দেশের শহরে চার লেন সড়কের নির্মাণ ব্যয় বিশ্লেষণ করে দেখানো হয়, বাংলাদেশে প্রতি কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে ব্যয় হয় ৬১ লাখ ডলারের বেশি।

একই ধরনের সড়ক নির্মাণে চীনে ব্যয় হয় কিলোমিটার প্রতি ৪০ লাখ ডলারের কাছাকাছি। পাকিস্তানে এ ব্যয় ৩০ লাখ ডলার। ভারতে কিলোমিটার প্রতি চার লেন সড়ক নির্মাণে ব্য হয় ১৫ লাখ ডলার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন...

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

বনানির সিসা বারে রাব্বি হত্যায় দোষ স্বীকার করে মুন্নার জবানবন্দি

ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি হত্য...

সিলেটে একদিকে উদ্ধার, অন্যদিকে চলছে হরিলুট

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথরে নজিরবিহীন লুটপাটের পর প্রশাসনের কঠোর অভিযানে উদ্...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

ডাকসু তে ২৮ পদে লড়তে চান ৬৫৮ প্রার্থী, 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহে...

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী

দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা