জাতীয়

বাংলাদেশিদের ওমরাহ পালনে খরচ দ্বিগুণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর বহির্বিশ্বের মুসলিমদের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। চলতি মাসের ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশের মুসলমানরা ওমরাহ করতে পারছেন। এখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ পর্যায়ে মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের ওমরাহ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মানতে হবে ওমরাহ পালনকারীদের। ওমরাহ পালনে প্রথমেই অনুমতি নিতে হবে।

এদিকে করোনায় কঠোর শর্ত আরোপের ফলে বাংলাদেশিদের ওমরাহ পালনে দ্বিগুণ খরচ হতে পারে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্টরা। হাব সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম জানান, কোভিড-১৯ পূর্ব স্বাভাবিক সময়ে একজন ওমরাহ পালনকারীর যে খরচ হতো এই কোভিড কালে তার প্রায় দ্বিগুণ খরচ হবে সৌদি সরকারের বেঁধে দেওয়া বাধ্যতামূলক বিভিন্ন শর্তের কারণে।

ওমরাহ প্যাকেজ এখনো শুরু হয়নি দেশে। বিমান ভাড়া ও সৌদি আরবে হোটেল ভাড়া বৃদ্ধির কারণে ওমরাহ প্যাকেজে করোনার আগের সময়ের চেয়ে ৪০-৫০ হাজার টাকা বেশি লাগতে পারে। অতীতের স্বাভাবিক সময়ে হোটেলের একটি কক্ষে চার যাত্রীকে রাখা যেত। বর্তমানে হোটেলের এক রুমে দুই জনের বেশি ওমরাহ যাত্রী রাখা যাবে না।

অতীতে মানুষ নিজেদের ইচ্ছেমতো সীমিত টাকায় খাবার খেতে পারতেন। কিন্তু শর্তারোপের ফলে এখন তা সম্ভব হবে না। করোনা মহামারি শুরুর পর্বে ১৪ দিনের প্যাকেজে কমবেশি ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে ওমরাহ পালন করা যেত। এখন সেই প্যাকেজ হবে ১০ দিনের। একজন যাত্রী সৌদি আরবে গিয়ে একাধিকবার ওমরাহ করতেন।

এখন একবার মাত্র সুযোগ পাবেন। আগে সব বয়সের মানুষ এখন ওমরাহ পালন করতে যেতে পারতেন। বর্তমানে ২৫ থেকে ৫০ বছর বয়সিরাই ওমরাহ পালনে যেতে পারবেন। তবে সৌদি সরকার ঘোষণা করেছে, চতুর্থ ধাপের ওমরাহ যাত্রীদের কোনো বিধিনিষেধ থাকবে না। এখন চলছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে-করোনা মহামারি সম্পূর্ণ দূর হওয়ার পর মক্কার মসজিদুল হারাম ও ওমরাহর কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে।

ওমরাহ এজেন্সির তালিকা করছে সরকার:বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালের ওমরাহ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী বৈধ এজেন্সির তালিকা করছে। ধর্ম মন্ত্রণালয় থেকে ওমরাহ এজেন্সিগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ধর্ম সচিব বরাবর নিজস্ব প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

আপিলেও জয়ী সেই আরিফ, এখন পৌর মেয়রের শপথের অপেক্ষায় 

কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মো. আরিফুর রহ...

নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা