সম্প্রতি বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা রোকেয়া রচনাবলী থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন।
সে পোস্টের শুরুতে শিরোনাম আকারে তিনি লেখেন ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন’। মুহূর্তেই ভাইরাল হয় সে পোস্টটি।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ওই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী রাজধানীর কৃষিবি ইনস্টিটিউট মিলনায়তনে ৭ দিনব্যাপি ‘দেশ গড়ার পরিকল্পনা’র পঞ্চম দিনের কর্মশালায় বলেন, বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোন অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি–না সে সংশয় তৈরি হয়েছে।
ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ধর্মকে পুঁজি করে যারা আধিপত্য বিস্তার করতে চায় সেসব কালো শক্তিকে রুখে দিতে হবে।
সাননিউজ/আরপি